‘ত্রাণ সরবরাহে ইসরাইলি বাধা গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেয়ার শামিল’
https://parstoday.ir/bn/news/west_asia-i131908-ত্রাণ_সরবরাহে_ইসরাইলি_বাধা_গাজার_শিশুদের_মৃত্যুদণ্ড_দেয়ার_শামিল’
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই অবরোধ গাজার শিশুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার শামিল।   
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১০, ২০২৩ ১৩:৪৭ Asia/Dhaka
  • ‘ত্রাণ সরবরাহে ইসরাইলি বাধা গাজার শিশুদের মৃত্যুদণ্ড দেয়ার শামিল’

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইল ত্রাণ সরবরাহের ক্ষেত্রে যে সীমাবদ্ধতা আরোপ করেছে তার নিন্দা জানিয়ে জাতিসংঘের শিশু কল্যাণ বিষয়ক সংস্থা ইউনিসেফ বলেছে, এই অবরোধ গাজার শিশুদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেয়ার শামিল।   

ইউনিসেফের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা আঞ্চলের পরিচালক আদিলি খোদ্‌র গতকাল (শনিবার) একথা বলেছেন। এসময় তিনি গাজার মানবিক পরিস্থিতিরি ভয়াবহ চিত্র তুলে ধরেন।

আদিলি খোদ্‌র বলেন, "সরেজমিনে  আমাদের দল অঙ্গ-প্রত্যঙ্গ হারানো এবং মারাত্মক আকারে পুড়ে যাওয়া শিশুদের সাথে দেখা করার বর্ণনা দিয়েছে এবং শিশুরা তাদের চারপাশে অব্যাহত হামলার কারণে বাকরুদ্ধ হয়ে গেছে।”

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের ভয়াবহ আগ্রাসন এবং গণহত্যা ও অবরোধের প্রভাব উল্লেখ করে উনিসেফের এই কর্মকর্তা বলেন, সেখানকার প্রায় ১০ লাখ শিশু যুদ্ধের কারণে উদ্বাস্তু হয়েছে, তারা ছোট্ট তাবুতে কিংবা সামান্য জায়গায় গাদাগাদি করে বসবাস করতে বাধ্য হচ্ছে যাদের জন্য প্রয়োজনীয় পানি খাদ্য অথবা সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় তারা প্রতি মুহূর্তে নানা ধরনের সংক্রামক ও পানিবাহিত রোগের ঝুঁকির মুখে পড়ছে।

আদিলি খোদ্‌র বলেন, ইসরাইল গাজা উপত্যকায় যে যৎসামান্য পরিমাণ ত্রাণ সরবরাহের সুযোগ দিচ্ছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। এর পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলের অব্যাহত বোমা হামলা এবং জ্বালানি সংকটের কারণে পরিস্থিতি আরো বেশি বিভীষিকাময় হয়ে উঠেছে। তিনি বলেন, এই পরিস্থিতির একমাত্র সমাধান হচ্ছে দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি কার্যকর করা এবং গাজার শিশু ও বেসামরিক জনগণের দুর্ভোগ বন্ধের জন্য এটি জরুরিভিত্তিতে করা দরকার।#

পার্সটুডে/এসআইবি/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।