ইসরাইল অভিমুখী কন্টেইনার জাহাজে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন
https://parstoday.ir/bn/news/west_asia-i132114-ইসরাইল_অভিমুখী_কন্টেইনার_জাহাজে_আবার_ড্রোন_হামলা_চালিয়েছে_ইয়েমেন
ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখী একটি কন্টেইনার জাহাজে সফলতার সাথে ড্রোন হামলা চালিয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ১৫, ২০২৩ ১৪:৪৯ Asia/Dhaka
  • ইসরাইল অভিমুখী কন্টেইনার জাহাজে আবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন

ইয়েমেনের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইসরাইল অভিমুখী একটি কন্টেইনার জাহাজে সফলতার সাথে ড্রোন হামলা চালিয়েছে।

ইয়েমেনের সামরিক বাহিনী পরিষ্কার করে বলেছে, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলি সেনাদের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, ম্যায়েস্ক জিব্রাল্টার নামের একটি কন্টেইনার জাহাজে হামলা চালানো হয়েছে। তিনি বলেন, জাহাজটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় এবং ড্রোনটি সরাসরি জাহাজে আঘাত হানে। জেনারেল সারি বলেন, ইয়েমেনের সামরিক বাহিনীর হুঁশিয়ারি সংকেত উপেক্ষা করে জাহাজটি ইসরাইল অভিমুখী গতি অব্যাহত রাখলে তাতে হামলা চালানো হয়।

ইয়েমেনের সামরিক বাহিনী গত কিছুদিন ধরে ইসরাইলের জাহাজে হামলা চালাচ্ছে অথবা আটক করছে। তারা ঘোষণা করেছে, ইসরাইল অভিমুখী যেকোন দেশের জাহাজকে তারা বৈধর লক্ষ্যবস্তু হিসেবে গণ্য করছে। দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরতা বন্ধ না হওয়া পর্যন্ত এই অবস্থা অব্যাহত থাকবে বলে ইয়েমেনের সামরিক বাহিনী ঘোষণা করেছে।#

পার্সটুডে/এসআইবি/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।