সৌদি আরবের প্রায় সবাই ইসরাইলের সঙ্গে সম্পর্ক বিছিন্ন রাখার পক্ষে
https://parstoday.ir/bn/news/west_asia-i132460-সৌদি_আরবের_প্রায়_সবাই_ইসরাইলের_সঙ্গে_সম্পর্ক_বিছিন্ন_রাখার_পক্ষে
সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ৯৬ ভাগ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী। নতুন এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। ইসরাইলের সাথে অন্য কোনো আরব দেশ সম্পর্ক প্রতিষ্ঠা করুক এটাও চায় না সৌদি জনগণ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ডিসেম্বর ২৩, ২০২৩ ১৮:১৮ Asia/Dhaka
  • গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ
    গাজায় ইসরাইলি ধ্বংসযজ্ঞ

সৌদি আরবের মোট জনসংখ্যার শতকরা ৯৬ ভাগ ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার বিরোধী। নতুন এক জনমত জরিপে এই তথ্য বেরিয়ে এসেছে। ইসরাইলের সাথে অন্য কোনো আরব দেশ সম্পর্ক প্রতিষ্ঠা করুক এটাও চায় না সৌদি জনগণ।

জরিপে অংশ নেয়া লোকজন বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরাইল যে বর্বরতা চালাচ্ছে সেজন্য তেল আবিবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত। 

ইসরাইলপন্থি গবেষণা প্রতিষ্ঠান ‘ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসি’ এই জনমত জরিপ পরিচালনা করেছে। এতে পরিষ্কার দেখা যায়, সৌদি আরবের প্রায় সব মানুষ ইসরাইলের সঙ্গে অন্য আরব দেশগুলোর যেকোনো রকমের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পক্ষে মত দিয়েছেন। 

এই জরিপে আরেকটি বিষয় পরিষ্কার হয়েছে যে, সৌদি আরবের শতকরা ৯১ ভাগ মানুষ মনে করেন- গাজায় ইসরাইলের চলমান বর্বর আগ্রাসন এবং ভয়াবহ ধ্বংসযজ্ঞ সত্ত্বেও চূড়ান্তভাবে ফিলিস্তিন, আরব এবং মুসলিম জনগণের বিজয় হবে।

জর্ডান, লেবানন এবং মিশরের বেশিরভাগ উত্তরদাতারা ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেছেন, কিন্তু আগস্ট মাসের তুলনায় সৌদি আরবে হামাসের জনপ্রিয়তা ৩০ ভাগ বেড়েছে। এছাড়া, সাম্প্রতিক ঘটনাবলীতে দেখা যাচ্ছে যে, ইসরাইল আগের চেয়ে দুর্বল হয়েছে এবং অভ্যন্তরীণভাবে বিভক্ত- এই বক্তব্যের সঙ্গেও একমত পোষণ করেছে শতকরা ৮৭ ভাগ উত্তরদাতা।#

পার্সটুডে/এসআইবি/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।