সিরিয়ায় আইআরজিসি'র আরও এক উপদেষ্টা শহীদ
https://parstoday.ir/bn/news/west_asia-i134048-সিরিয়ায়_আইআরজিসি'র_আরও_এক_উপদেষ্টা_শহীদ
দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবাহ শহরে ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা শহীদ হয়েছেন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২৪ ২০:১৯ Asia/Dhaka
  • সিরিয়ায় আইআরজিসি'র আরও এক উপদেষ্টা শহীদ

দামেস্কের দক্ষিণে সাইয়েদা জেইনাব এলাকার কাছে আকরাবাহ শহরে ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর আরও একজন উপদেষ্টা শহীদ হয়েছেন।

আমাদের সংবাদদাতা জানিয়েছেন ইসরাইলি জঙ্গিবিমানগুলো সাইয়েদা জেইনাব থেকে সামান্য দূরত্বে বিমানবন্দর সড়কে হামলা চালায়। ওই হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি'র উপদেষ্টা সায়িদ আলিদদি শহীদ এ প্রসঙ্গে সিরিয়ার সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। বিবিৃতিতে বলা হয়েছে: আজ (শুক্রবার) সকালে ইহুদিবাদী শত্রু যোদ্ধারা অধিকৃত গোলানের আকাশ থেকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দামেস্ক শহরের দক্ষিণের কয়েকটি পয়েন্টে তারা হামলা চালায়। ওই হামলায় সায়িদ আলিদদি শহীদ হন।#

পার্সটুডে/এনএম/ ২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।