ইসরাইলকে ‘এক হাজার বছরের যুদ্ধের’ হুমকি দিলেন আরব লীগের মহাসচিব
https://parstoday.ir/bn/news/west_asia-i134474-ইসরাইলকে_এক_হাজার_বছরের_যুদ্ধের’_হুমকি_দিলেন_আরব_লীগের_মহাসচিব
আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল করে নেয়ার চেষ্টা করে তাহলে ‘এমন এক যুদ্ধ শুরু হবে যা এক হাজার বছর ধরে চলবে।’ তিনি গতকাল (মঙ্গলবার) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১০:১৯ Asia/Dhaka
  • ইসরাইলকে ‘এক হাজার বছরের যুদ্ধের’ হুমকি দিলেন আরব লীগের মহাসচিব

আরব লীগের মহাসচিব আহমেদ আবুল গেইত সতর্ক করে দিয়ে বলেছেন, ইহুদিবাদী ইসরাইল যদি গাজা উপত্যকা বা পশ্চিম তীর দখল করে নেয়ার চেষ্টা করে তাহলে ‘এমন এক যুদ্ধ শুরু হবে যা এক হাজার বছর ধরে চলবে।’ তিনি গতকাল (মঙ্গলবার) দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে দেয়া এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

আবুল গেইত বলেন, দখলীকৃত ভূখণ্ড থেকে ফিলিস্তিনি জনগণকে বের করে দেয়ার যেকোনো প্রচেষ্টার ফল হবে ভয়াবহ এবং সেক্ষেত্রে ‘এক হাজার বছরের জন্য একটি দীর্ঘমেয়াদি যুদ্ধ শুরু হবে।’ তিনি গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ রাফাহ শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারেও তেল আবিবকে সতর্ক করে দিয়েছেন।

আরব লীগের মহাসচিব ফিলিস্তিনি ভূখণ্ড থেকে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের সরিয়ে নেয়ার জন্যও ইহুদিবাদী ইসরাইলের প্রতি আহ্বান জানান। একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মধ্যদিয়ে দুই রাষ্ট্র-ভিত্তিক সমাধানের সম্ভাবনা প্রসঙ্গেও কথা বলেন আবুল গেইত। তিনি বলেন, ইসরাইল যদি ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ বসতি নির্মাণের কাজ বন্ধ করে তাহলেই কেবল সেরকম কিছু সম্ভব।

তিনি বলেন, জর্দান নদীর পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সকল ভূখণ্ড একে একে গ্রাস করে ফেলছে ইসরাইল। এ অবস্থায় ভবিষ্যতে রাষ্ট্র গঠনের জন্য ফিলিস্তিনিদের জন্য কোনো ভূমি অবশিষ্ট থাকবে না।

আবুল গেইত বলেন, গাজায় ইসরাইল ফিলিস্তিনি জনগোষ্ঠীর সঙ্গে যে আচরণ করছে তার ফলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিশেষ করে মিশর ও জর্দানের সঙ্গে তেল আবিবের স্বাক্ষরিত শান্তি চুক্তিগুলো হুমকির মুখে পড়েছে। তিনি ইসরাইলকে গাজায় আগ্রাসন বন্ধ করে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার জন্য আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানান।#

পার্সটুডে/এমএমআই/১৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।