সৌদি আরবে ইসরাইলের সমালোচনাকারীদের বিরুদ্ধে ধরপাকড় জোরদার
https://parstoday.ir/bn/news/west_asia-i137262-সৌদি_আরবে_ইসরাইলের_সমালোচনাকারীদের_বিরুদ্ধে_ধরপাকড়_জোরদার
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার সমালোচনাকারীদের বিরুদ্ধে সৌদি আরব ধরপাকড় অভিযান জোরদার করেছে। তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যখন ব্যাপক তোড়জোর চলছে তখন এ খবর প্রকাশিত হলো।
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
মে ০৩, ২০২৪ ২০:০১ Asia/Dhaka
  • ইসরাইলবিরোধী মন্তব্য করলেই গ্রেফতার সৌদি আরবে
    ইসরাইলবিরোধী মন্তব্য করলেই গ্রেফতার সৌদি আরবে

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি ভয়াবহ গণহত্যার সমালোচনাকারীদের বিরুদ্ধে সৌদি আরব ধরপাকড় অভিযান জোরদার করেছে। তেল আবিবের সঙ্গে রিয়াদের সম্পর্ক স্বাভাবিক করার জন্য যখন ব্যাপক তোড়জোর চলছে তখন এ খবর প্রকাশিত হলো।

দেশের ভেতরে কিংবা প্রবাসে বসবাসকারী নাম প্রকাশে অনিচ্ছুক সৌদি নাগরিকদের বরাত দিয়ে ভারতের ইংরেজি দৈনিক বিসনেস স্ট্যান্ডার্ড এ খবর জানিয়েছে। এসব সূত্র বলেছে, সৌদি আরবে প্রকাশ্যে ইসরাইলের সমালোচনা নিষিদ্ধ। তবে যাদেরকে আটক করা হচ্ছে তারা সামাজিক মাধ্যমে গাজায় ইসরাইলি ভয়াবহ অপরাধযজ্ঞের সমালোচনা করেছিলেন।

সূত্রগুলো আটক ব্যক্তিদের মধ্যে একটি কোম্পানির মালিকের নাম উল্লেখ করেছে যিনি সামাজিক মাধ্যমে গাজা যুদ্ধের ব্যাপারে নিজের অভিমত প্রকাশ করেছিলেন। সৌদি কর্তৃপক্ষ তার বক্তব্যকে ‘উত্তেজনা সৃষ্টিকারী’ অভিহিত করে তাকে আটক করেছে।

আরেকজন আটক ব্যক্তিকে ‘গণমাধ্যম ব্যক্তিত্ব’ হিসেবে উল্লেখ করে সূত্রগুলো বলেছে, তিনি সামাজিক মাধ্যমে লিখেছিলেন, “গাজায় আগ্রাসন চালানোর জন্য ইসরাইলকে কখনও ক্ষমা করা উচিত হবে না।” আরেক সৌদি নাগরিককে আমেরিকান ফাস্ট-ফুড বয়কট করার আহ্বান জানানোর কারণে আটক করেছে রিয়াদ।

গত বছরের অক্টোবর মাসে গাজা উপত্যকার ওপর ইসরাইলি গণহত্যা অভিযান শুরু হওয়ার পর তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের আলোচনা স্থগিত করে দিয়েছিল সৌদি আরব।

কিন্তু সম্প্রতি মার্কিন মধ্যস্থতায় ওই প্রক্রিয়া আবার শুরু হতে যাচ্ছে বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বিসনেস স্ট্যান্ডার্ড জানিয়েছে, ইসরাইল গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহার করলে এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব মেনে নিলে রিয়াদ তেল আবিবকে স্বীকৃতি দিতে রাজি আছে বলে আমেরিকাকে জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এমএআর/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।