গাজায় গণহত্যা: আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনায় আনসারুল্লাহ
(last modified Fri, 05 Jul 2024 11:30:57 GMT )
জুলাই ০৫, ২০২৪ ১৭:৩০ Asia/Dhaka
  • গাজায় গণহত্যা: আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনায় আনসারুল্লাহ

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার ঘটনায় আরব দেশগুলোর উদাসীনতায় দুঃখ প্রকাশ করেছেন।

আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের মহাসচিব আবদুল মালিক বদরুদ্দিন গতকাল (বৃহস্পতিবার) সাম্প্রতিক গাজা পরিস্থিতি এবং ইহুদিবাদী সামরিক আগ্রাসন সম্পর্কে বক্তব্য রাখেন। ওই বক্তব্যে তিনি বলেন: ইহুদিবাদী ইসরাইলের কাছে মানবতার কোনো নেই।

বদরুদ্দীন আরও বলেন: ফিলিস্তিনে যা ঘটছে তা একটি মজলুম মুসলিম জাতির ওপর ও রক্তপিপাসু বর্বর অপরাধী গোষ্ঠির চালানো সিরিজ গণহত্যা। তিনি বলেন: ইহুদিবাদী শত্রুরা মানবিকতার সকল রেড লাইন পদদলিত করেছে। ইহুদিবাদী ইসরাইলের ওই অপরাধযজ্ঞ বন্ধ করার ব্যাপারে আরব দেশগুলোর নিষ্ক্রিয়তার সমালোচনা করেন তিনি।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজা উপত্যকায় ইসরাইলি বর্বর আগ্রাসনে ৩৮ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছেন।

ইসরাইল গাজার নিরপরাধ এবং শক্তিশালী জনগণের বিরুদ্ধে যুদ্ধে হেরেছে। প্রায় ৯ মাস অতিবাহিত হওয়ার পরেও এই যুদ্ধে তাদের অর্জনের কোনো সম্ভাবনা নেই। বছরের পর বছর ধরে অবরুদ্ধ ছোট একটি এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে আত্মসমর্পণে বাধ্য করাতে পারেনি। সেইসঙ্গে গাজায় প্রকাশ্য অপরাধ করার জন্য বিশ্ব জনমতের সমর্থনও হারিয়েছে ইসরাইল।#

পার্সটুডে/এনএম /৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।