৬১ শতাংশ ইহুদিবাদীই নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে; বলছে পরিসংখ্যান
https://parstoday.ir/bn/news/west_asia-i142426-৬১_শতাংশ_ইহুদিবাদীই_নিজেদেরকে_পরাজিত_ও_অনিরাপদ_ভাবছে_বলছে_পরিসংখ্যান
পার্সটুডে- একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, দখলদার ইসরাইলে বসবাসরত বেশিরভাগ ইহুদিবাদীই নিজেদেরকে পরাজিত এবং অনিরাপদ ভাবছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৭, ২০২৪ ১৮:৩৪ Asia/Dhaka
  • ৬১ শতাংশ ইহুদিবাদীই নিজেদেরকে পরাজিত ও অনিরাপদ ভাবছে; বলছে পরিসংখ্যান

পার্সটুডে- একটি জরিপের ফলাফলে দেখা যাচ্ছে, দখলদার ইসরাইলে বসবাসরত বেশিরভাগ ইহুদিবাদীই নিজেদেরকে পরাজিত এবং অনিরাপদ ভাবছে।

ইসরাইলি টিভি চ্যানেল ঘোষণা করেছে, ৬১ শতাংশ ইহুদিবাদী মনে করে তারা ইসরাইলে নিরাপদ নয়।

ইসরাইলি টিভিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, জরিপের ফলাফলে দেখা যাচ্ছে ৩৫ শতাংশ ইহুদিবাদী বিশ্বাস করে হামাসের সঙ্গে যুদ্ধে ইসরাইল হেরে গেছে।

এই জরিপ আরও বলছে, অধিকৃত অঞ্চলে বসবাসকারী ৪১ শতাংশ ইহুদিবাদী জানিয়েছে সেনাবাহিনীর প্রতি তাদের আস্থা নষ্ট হয়ে গেছে।

৮৬ শতাংশ ইহুদিবাদী ঘোষণা করেছে, তারা যুদ্ধ শেষ হওয়ার পরও গাজার পার্শ্ববর্তী শহরগুলোতে আর ফিরে যেতে ইচ্ছুক নয়।  

দৈনিক জামান জানিয়েছে, গাজার বিরুদ্ধে যুদ্ধের প্রথম ছয় মাসেই সাড়ে পাঁচ লাখ  ইহুদিবাদী অধিকৃত অঞ্চল ত্যাগ করেছে।

ইসরাইলের বর্তমান পরিস্থিতি ও রাজনৈতিক নেতাদের মধ্যে দ্বন্দ্বের কথা উল্লেখ করে বিশেষজ্ঞরা বলছেন-এভাবে চলতে থাকলে ইসরাইল দীর্ঘস্থায়ী হবে না, একটা সময় ভেঙে পড়বে। #

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন