সাংবাদিকদের ওপর ইসরাইলের ১৬০০ হামলা; শিশুদের ১টি টিভি চ্যানেলেও বোমা হামলা
(last modified Tue, 19 Nov 2024 11:59:38 GMT )
নভেম্বর ১৯, ২০২৪ ১৭:৫৯ Asia/Dhaka
  • সাংবাদিকদের ওপর ইসরাইলের ১৬০০ হামলা
    সাংবাদিকদের ওপর ইসরাইলের ১৬০০ হামলা

পার্সটুডে-আল-আলম নিউজ নেটওয়ার্কের সম্পাদকের বলেছেন ৭অক্টোবর ২০২৩ থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা এবং লেবাননে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ১৬০০টি হামলা চালিয়েছে।

আল-আলম নিউজ নেটওয়ার্কের সম্পাদক মরিয়ম নেসার গতকাল (সোমবার) তেহরানে ফিলিস্তিনে ২০০ জন শহীদ মিডিয়া সাংবাদিকের স্মরণে স্মরণ সভার আয়োজন করা হয়। "টেরর অফ ন্যারেটিভ" শিরোনামের ওই স্মরণ সভায় মরিয়ম নেসার বলেছেন: ইহুদিবাদী ইসরাইল বিভিন্ন ক্ষেত্রে যেসব বৃহৎ অপরাধ করেছে সাংবাদিকদের শাহাদাত সেসবের মধ্যে একটি। পার্সটুডে আরও জানিয়েছে, নেসার এই অনুষ্ঠানে বলেছেন: ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ইহুদিবাদী ইসরাইল গাজা উপত্যকা এবং লেবাননে সাংবাদিক এবং সংবাদ মাধ্যমের বিরুদ্ধে ১৬০০টি হামলা চালিয়েছে। তারা এমনকি শিশুদের একটি টিভি নেটওয়ার্কও ধ্বংস করেছে।

লেবাননের আল-মায়াদিন নেটওয়ার্কের রিপোর্টার ফাতেমে ফাতোনিও ওই অনুষ্ঠানে বলেছেন: গত সপ্তাহে লেবাননে ইহুদিবাদীদের বোমা হামলায় ৩জন সাংবাদিক শহীদ হয়েছেন। আমরা তবু মিডিয়ার কার্যক্রমকে গুরুত্ব দিয়ে পরিস্থিতির বাস্তবতা এবং ইহুদিবাদী ইসরাইলের অপরাধের চিত্র তুলে ধরার চেষ্টা করছি।

প্রামাণ্যচিত্র নির্মাতা মোহসেন ইসলামজাদেও এই অনুষ্ঠানে বলেছেন: সাংবাদিক ও তথ্যচিত্র নির্মাতাদের অস্ত্র ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধের অস্ত্রের মতোই ভয়াবহ।

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইহুদিবাদীরা ইচ্ছাকৃতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তু করেছে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট এ পর্যন্ত ইসরাইলি হামলায় ফিলিস্তিন ও লেবাননের ১৩০ সাংবাদিকের শহীদ হওয়ার খবর নিশ্চিত করেছে।#

পার্সটুডে/এনএম/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।