আলেপ্পোর দিকে সন্ত্রাসীদের একমাত্র সড়কটি বিচ্ছিন্ন করেছে সেনাবাহিনী
-
সিরিয়ার কাস্টেলো সড়ক
সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পোর দিকে বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের ব্যবহৃত একমাত্র প্রধান সড়কটি বিচ্ছিন্ন করে দিতে সক্ষম হয়েছে সেনাবাহিনী।
লন্ডন ভিত্তিক মানবাধিকার বিষয়ে পর্যবেক্ষণকারী একটি সংস্থা আজ (রোববার) জানিয়েছে, সিরিয় সেনাবাহিনী কাস্টেলো সড়কে পৌছে তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে দেয়ার পর সন্ত্রাসী নিয়ন্ত্রিত আলেপ্পো শহর এখন পুরোপুরি অবরুদ্ধ।
আলেপ্পো শহরের এক সন্ত্রাসীর উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আলেপ্পো এখন একশ ভাগ অবরুদ্ধ হয়ে আছে। সেনাবাহিনী এখন বালুর বস্তা ফেলে সড়কটি বিচ্ছিন্ন করছে। সিরিয়া-তুর্কি সীমান্তের দক্ষিণে অবস্থিত আলোপ্পো শহরটি দেশটির প্রধান বানিজ্যিক এবং শিল্প কেন্দ্র হিসেবে বিবেচনা করা হয়। এছাড়া, এটিকে সামরিকভাবে কৌশলগত গুরুত্বপূর্ণ এলাকা হিসেবেও মনে করা হয়।
সিরিয়ার লতাকিয়া প্রদেশের উত্তর অংশে কিনসাব্বা শহরটি দেশটির সেনাবাহিনী পুনর্দখলে নেয়ার একদিন পর এ সাফল্যের খবর এলো। পার্বত্য এলাকায় অবস্থিত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই শহরটি সন্ত্রাসীরা গত জুনে দখল করে নিয়েছিল।#
পার্সটুডে/বাবুল আখতার/১৭