ইয়েমেনের জানাযায় সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি
https://parstoday.ir/bn/news/west_asia-i23185-ইয়েমেনের_জানাযায়_সৌদি_পাশবিক_হামলার_আন্তর্জাতিক_তদন্ত_দাবি
ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সাম্প্রতিক সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।
(last modified 2025-10-12T12:48:31+00:00 )
অক্টোবর ১৭, ২০১৬ ০৬:৫৮ Asia/Dhaka
  • ইয়েমেনের জানাযায় সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি

ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সাম্প্রতিক সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।

গত ৮ অক্টোবরের ওই ভয়াবহ হামলায় অন্তত ১৪০ মুসল্লি নিহত হন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এখন পর্যন্ত ওই হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।

আনসারুল্লাহ আন্দোলন রোববার এক বিবৃতিতে ওই গণহত্যার জন্য নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধাপরাধ তদন্ত করার  জন্য অবিলম্বে একটি নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্ত কমিটি গঠন করার জন্য জাতিসংঘ মহাসচিব বান কি মুনের প্রতি আহ্বান জানানো হচ্ছে। ওই তদন্ত কমিটি গঠিত হতে হবে একজন নিরপেক্ষ আন্তর্জাতিক ব্যক্তিত্বের নেতৃত্বে।

আনসারুল্লাহর বিবৃতিতে আরো বলা হয়েছে, ভুল করে জানাযার নামাজে হামলা চালানোর যে স্বীকারোক্তি সৌদি সরকার দিয়েছে তার ফলে আন্তর্জাতিক মানবিক আইন ও কনভেনশন লঙ্ঘনের অভিযোগ থেকে রিয়াদের খালাস পাওয়া উচিত নয়।  

জানাযার নামাজে সৌদি হামলায় সৃষ্ট ধ্বংস্তুপ

শনিবার একটি সৌদি তদন্ত দল জানিয়েছে, ‘ভুল তথ্যের ভিত্তিতে’ সানার জানাযার নামাজে হামলা চালিয়েছিল সৌদি বিমান বাহিনী। অথচ ৮ অক্টোবরের হামলার পরপরই রিয়াদ দাবি করেছিল, ওইদিন সানায় কোনো বিমান হামলা চালায়নি সৌদি নেতৃত্বাধীন জোট।

সানার ওই ভয়াবহ হামলার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আন্তর্জাতিক নিন্দার ঝড় বয়ে যায়। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ হামলাকে সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেছে। এটি জানিয়েছে, আন্তর্জাতিক মানবাধিকার কাউন্সিলে নিজের সদস্যপদের অপব্যবহার করে সৌদি আরব ইয়েমেনে চলমান আগ্রাসনের ব্যাপারে কোনো আন্তর্জাতিক তদন্ত হতে দিচ্ছে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭