সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতীয়সহ চারজন নিহত
(last modified Sat, 13 May 2017 13:29:44 GMT )
মে ১৩, ২০১৭ ১৯:২৯ Asia/Dhaka
  • সৌদি আরবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ভারতীয়সহ চারজন নিহত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় আওয়ামিয়া শহরের মাসুরা এলাকায় নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে আল-আলম টিভি চ্যানেল এ খবর দিয়েছে।

এতে বলা হয়েছে, মাসুরা এলাকায় গতকাল (শুক্রবার) সৌদি বাহিনী গুলি করে যে চারজনকে হত্যা করেছে তাদের মধ্যে একজন ভারতীয় নাগরিকও রয়েছে। নিহত ভারতীয় নাগরিকের নাম হায়দার। নিহত অপর তিনজনের নাম-পরিচয়ও পাওয়া গেছে। তারা হলেন,আলী আবু আব্দুল্লাহ, জাওয়াদ দাগের ও আলী মোহাম্মাদ কাজেম আকাকা। এদের তিনজনই সৌদি নাগরিক।

এছাড়া নিরাপত্তা বাহিনী গতরাতে সেখানকার "আস-সাইয়্যেদ মোহাম্মাদ" মসজিদ মর্টারের সাহায্যে ধ্বংস করেছে বলে খবর পাওয়া গেছে। এর আগে বুধবার নিরাপত্তা বাহিনীর হামলায় ১৬ জন নিহত হয়। আওয়ামিয়া শহরটি শিয়া মুসলমান অধ্যুষিত এবং গত কয়েক বছর ধরেই সেখানে নিরাপত্তা বাহিনী হত্যা-নির্যাতন চালিয়ে আসছে। 

বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে, তারা যেসব ছবি পেয়েছে তাতে এটা স্পষ্ট সৌদি বাহিনী আওয়ামিয়া শহরে ভারী অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে। আওয়ামিয়া শহরের মাসুরা এলাকায় ৩০ হাজারের বেশি মানুষ বাস করে।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/১১