মুসলিম বিশ্বকে বিভক্ত করার চেষ্টা করছে সৌদি আরব: হুথি আন্দোলন
https://parstoday.ir/bn/news/west_asia-i38800
ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি আরব মুসলিম উম্মাহকে বিভক্ত করার চেষ্টা করছে যাতে তারা অনিশ্চিত জাতিতে পরিণত হয়ে প্রতারণার শিকার হয়।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মে ২৭, ২০১৭ ১৬:৫৯ Asia/Dhaka
  • আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি
    আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি বলেছেন, সৌদি আরব মুসলিম উম্মাহকে বিভক্ত করার চেষ্টা করছে যাতে তারা অনিশ্চিত জাতিতে পরিণত হয়ে প্রতারণার শিকার হয়।

ইয়েমেনে পবিত্র মাহে রজমান শুরুর প্রাক্কালে দেশটির জনগণের উদ্দেশে দেয়া এক বাণীতে এ কথা বলেছেন আবদুল মালিক হুথি। তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর মধ্যে সৌদি সরকার হচ্ছে প্রধান কপট যারা কেবল আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য ধ্বংসযজ্ঞ ও গোলযোগ সৃষ্টি করে।

আনসারুল্লাহ নেতা বলেন, সম্প্রতি সৌদি সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১১ হাজার কোটি ডলারের যে অস্ত্র চুক্তি করেছেন তাতে ইসরাইলি লাভবান হবে। কারণ সৌদি আরব এসব অস্ত্র ব্যবহার করবে ইসরাইলের ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য। সব রকমের চ্যালেঞ্জ বিশেষ করে আমেরিকা ও সৌদি আরবের পক্ষ থেকে আসা চ্যালেঞ্জ মোকাবেলার জন্য রমজান মাসে ইয়েমেনবাসীর ঈমান আরো দৃঢ় করার আহ্বান জানান আবদুল মালিক।

২০১৫ সালের মার্চ মাস থেকে সৌদি আরব ইয়েমেনে সামরিক আগ্রাসন চালাচ্ছে এবং এ পর্যন্ত সৌদি হামলায় ১২ হাজারের বেশি ইয়েমেনি মারা গেছে।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/২৭