গণবিচারে ১৭ জনকে দীর্ঘ কারাদণ্ড দিল বাহরাইন
https://parstoday.ir/bn/news/west_asia-i48033-গণবিচারে_১৭_জনকে_দীর্ঘ_কারাদণ্ড_দিল_বাহরাইন
বাহরাইনের একটি আদালত গণবিচারের মধ্যদিয়ে ১৭ জনকে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়েছে। দেশটির বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ২০১১ সাল থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে দমন-পীড়ন চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এই ১৭ ব্যক্তিকে জেল দেয়া হলো।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ৩১, ২০১৭ ১৭:৪০ Asia/Dhaka
  • বিরোধীদের ওপর ধরপাকড় (ফাইল ফটো)
    বিরোধীদের ওপর ধরপাকড় (ফাইল ফটো)

বাহরাইনের একটি আদালত গণবিচারের মধ্যদিয়ে ১৭ জনকে দীর্ঘ মেয়াদের কারাদণ্ড দিয়েছে। দেশটির বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীদের ওপর ২০১১ সাল থেকে বাহরাইনের রাজতান্ত্রিক সরকার যে দমন-পীড়ন চালিয়ে আসছে তারই অংশ হিসেবে এই ১৭ ব্যক্তিকে জেল দেয়া হলো।

কথিত 'আল-বাস্তা' সংগঠন তৈরির অপরাধে এসব ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের বয়স ২৮ থেকে ৫৯ বছর মধ্যে এবং তারা সবাই দেশে সিরিজ বোমা হামলার পরিকল্পনা করেছিলেন বলে অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এসব ব্যক্তি ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে যোগাযোগ রেখে বাহরাইনের সরকার উৎখাতের ষড়যন্ত্রের করছিলেন বলে মানামা দাবি করেছে।

বাহরাইনে বিরোধীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলা (ফাইল ফটো)

১৭ জনের মধ্যে আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত এবং বাকি নয়জনকে ১০ থেকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। পাশাপাশি ১৪ জনের নাগরিকত্ব কেড়ে নেয়া হয়েছে। এর মধ্যে মুহাম্মাদ ও আলী ফখরাভি নামে দুই ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা আল-বাস্তার নেতৃত্ব দিচ্ছিলেন। এর আগে তারা যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করেছেন। কারাদণ্ড প্রাপ্তদের মধ্যে একজন সাংবাদিকও রয়েছেন। সমালোচকরা বলছেন, নানা অজুহাতে যেসব ব্যক্তিকে কারাদণ্ড দেয়া হয়েছে তাদের সবাই শিয়া মুসলমান।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৩১