মধ্যপ্রাচ্যে হারানো ক্ষমতা পুনরুদ্ধার করতে পারবে না আমেরিকা: হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i66221-মধ্যপ্রাচ্যে_হারানো_ক্ষমতা_পুনরুদ্ধার_করতে_পারবে_না_আমেরিকা_হিজবুল্লাহ
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, সৌদি আরবের সহযোগিতায় আমেরিকা মধ্যপ্রাচ্যে তার হারানো ক্ষমতা পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
নভেম্বর ২৯, ২০১৮ ২৩:৩০ Asia/Dhaka
  • হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম
    হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, সৌদি আরবের সহযোগিতায় আমেরিকা মধ্যপ্রাচ্যে তার হারানো ক্ষমতা পুনরুদ্ধারের যে স্বপ্ন দেখছে তা কখনো সত্য হবে না।

তেহরান বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত লেবাননের ছাত্রদের এক সমাবেশে শেখ নাঈম কাসেম একথা বলেন। ইরানের রাজধানী তেহরানে আজ (বৃহস্পতিবার) ছাত্রদের এ সমাবেশ অনুষ্ঠিত হয়। তিনি বলেন, “আমরা আমেরিকাকে বলি যে, তোমাদের স্বপ্ন বাস্তবে রূপ লাভ করার আগেই তোমাদের মৃত্যু হবে।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

হিজবুল্লাহর এ নেতা আরো বলেন, ইয়েমেনের জনগণকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের কাছে ক্ষেপণাস্ত্র বিক্রি করছে। অথচ তারা বলছে, আঞ্চলিক স্থিতিশীলতা ও তাদের কৌশলগত স্বার্থ রক্ষার জন্য সৌদি আরব যুদ্ধ করছে।

হিজবুল্লাহ ও হামাসের হাতে ইহুদিবাদী ইসরাইলের পরাজয়ের পর সৌদি আরব আমেরিকার কাছ থেকে থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনবে বলে খবর বেরিয়েছে।#

পার্সটুডে/এসআইবি/২৯