ইরানের সঙ্গে যুদ্ধ করার অবস্থায় নেই আমেরিকা: হিজবুল্লাহ উপ-মহাসচিব
লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর উপ-মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ করার অবস্থায় নেই। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এরইমধ্যে তার যুদ্ধকামী অবস্থান থেকে পিছু হটেছেন। তবে ইরান সব সময় প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে, কখনো যুদ্ধের সূচনা করবে না।
সম্প্রতি ট্রাম্প তার সুর পাল্টে বলেছেন, তিনি কেবল চান ইরান পরমাণু অস্ত্রের অধিকারী না হোক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও গত রোববার বলেছেন, তারা এখন বিনাশর্তে ইরানের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। এর আগে আমেরিকা আলোচনার জন্য ১২টি শর্ত দিয়েছিল।
ইসরাইলের পক্ষ থেকে অব্যাহতভাবে লেবাননের আকাশ ও পানি সীমা লঙ্ঘনের বিষয়ে তিনি বলেন, লেবানন এ পর্যন্ত বহুবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে এ বিষয়ে অভিযোগ জানিয়েছে এবং এ ধরনের তৎপরতা বন্ধে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
সিরিয়ায় হিজবুল্লাহর উপস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, সিরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে হিজবুল্লাহ যতদিন প্রয়োজন ততদিন সিরিয়ায় থাকবে।
লেবাননের জনসংখ্যার এক-তৃতীয়াংশই সিরিয়ার শরণার্থী বলে তিনি জানান।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।