সৌদিতে এ যাবতকালের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছি: আল-হুথি
-
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল-মালিক আল-হুথি বলেছেন, সৌদি আরবের পূর্বাঞ্চলীয় ‘শায়বাহ’ তেলক্ষেত্রে গতকাল (শনিবার) তার বাহিনী ও সেনাবাহিনী যৌথভাবে যে ড্রোন হামলা চালিয়েছে তা এ যাবতকালের মধ্যে রিয়াদ-বিরোধী সবচেয়ে বড় হামলা।
রাজধানী সানা থেকে টেলিভিশনে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তার দেশের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের প্রতিশোধ হিসেবে চালানো এ হামলার ভূয়সি প্রশংসা করেন। তিনি বলেন, আগ্রাসী সৌদি বাহিনী যত বড় অপরাধযজ্ঞই চালাক না কেন তাতে ইয়েমেনের জনগণের মনোবলে ফাটল ধরবে না।
তিনি বলেন, এ হামলার মাধ্যমে সৌদি আরবের নেতৃত্বাধীন জোটকে সতর্ক করে দেয়া হয়েছে। তাদের আগ্রাসন অব্যাহত থাকলে পরবর্তীতে এর চেয়েও বড় ধরনের পাল্টা হামলা চালানো হবে।

আল-হুথি বলেন, আগ্রাসী বাহিনীর বিরুদ্ধে এর আগে এত বড় হামলা আর চালানো হয়নি। এ হামলা প্রমাণ করেছে, ইয়েমেনি জনগণকে নতজানু করতে ব্যর্থ হয়েছে আগ্রাসীরা। এ হামলায় ১০ট ড্রোনের একটি স্কোয়াড্রন ব্যবহার করা হয়েছে এবং তা সংযুক্ত আরব আমিরাত সীমান্তে সৌদি আরবের সর্ববৃহৎ তেলক্ষেত্রে আঘাত হেনেছে বলেও তিনি উল্লেখ করেন।
ইয়েমেনের সশস্ত্র বাহিনী গতকাল (শনিবার) ১০টি ড্রোনের সাহায্যে সৌদি আরবের ‘শায়বাহ’ তেল স্থাপনায় হামলা চালায়। ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব ও তার কয়েকটি মিত্র দেশ।#
পার্সটুডে/এমএমআই/১৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।