সৌদি কারাগারে প্রাণ গেল রাজাকে উপদেশদাতা আলেম ফাহাদের
-
ফাহাদ আল কাজি (কালো পোশাক পরা)
সৌদি রাজাকে পরামর্শ দিয়ে চিঠি লেখার দায়ে আটক বিখ্যাত আলেম শেইখ ফাহাদ আল কাজি কারাগারে মারা গেছেন। লন্ডন ভিত্তিক গণমাধ্যম নিউ আরব এ তথ্য জানিয়েছে।
সৌদি রাজা সালমান বিন আব্দুল আজিজকে উপদেশ দিয়ে চিঠি লেখায় তিন বছর আগে আটক হন এই প্রখ্যাত আলেম। এরপর তাকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। তার মৃত্যুর খবর, জানাজা ও দাফনের দৃশ্য টুইটারসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কারা কর্তৃপক্ষের অবহেলায় ও বিনা চিকিৎসায় তিনি মারা গেছেন বলে অভিযোগ উঠেছে।
বলা হচ্ছে, রাজার সমালোচকদের পরিণতি সম্পর্কে সবাইকে সতর্ক করে দিতেই তাকে কারাগারে নির্মমভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।
ফাহাদ আল কাজি সৌদি আরবে একজন ধর্মীয় গবেষক হিসেবেও পরিচিত। তিনি সৎ উপদেশ বিষয়ক কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। কিন্তু রাজাকে সৎ উপদেশ দিতে গিয়ে তাকে প্রাণ হারাতে হলো।
এর আগেও রাজ পরিবারের অন্যায় ও অবিচারের সমালোচনা করায় কারাগারে মৃত্যুবরণ করেছেন আরও কয়েকজন বিখ্যাত আলেম।#
পার্সটুডে/এসএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।