খাশোগি হত্যাকাণ্ড: যুবরাজ বিন সালমানের সহযোগীকে মুক্তি দিল সৌদি আদালত
https://parstoday.ir/bn/news/west_asia-i76150-খাশোগি_হত্যাকাণ্ড_যুবরাজ_বিন_সালমানের_সহযোগীকে_মুক্তি_দিল_সৌদি_আদালত
সৌদি আরবের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের শীর্ষ পর্যায়ের সহযোগী সাউদ আল-কাহতানিসহ দু জন শীর্ষপর্যায়ের ব্যক্তিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা থেকে মুক্তি দেয়া হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৩, ২০১৯ ২০:১১ Asia/Dhaka
  • সাংবাদিক জামাল খাশোগি
    সাংবাদিক জামাল খাশোগি

সৌদি আরবের সরকারি কৌঁসুলি জানিয়েছেন, যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের শীর্ষ পর্যায়ের সহযোগী সাউদ আল-কাহতানিসহ দু জন শীর্ষপর্যায়ের ব্যক্তিকে সাংবাদিক জামাল খাশোগি হত্যা মামলা থেকে মুক্তি দেয়া হয়েছে।

প্রাথমিক পর্যায়ের শাস্তির কথা নাকচ করে সরকারি কৌঁসুলি শাহলান আল- শাহলান বলেন, খাশোগি হত্যা মামলায় ১১ জনকে আটক করা হয়েছিল। এরমধ্যে পাঁচজনের মৃত্যুদণ্ড হয়েছে, তিনজনকে ২৪ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে এবং তিনজনকে মুক্তি দেয়া হয়েছে।

সরকারি কৌঁসুলি জানান, খাশোগি হত্যার ঘটনায় সরাসরি জড়িত থাকার জন্য রিয়াদের অপরাধ আদালত পাঁচজনের মৃত্যুদণ্ড দিয়েছে। যে তিনজনকে কারাদণ্ড দেয়া হয়েছে তারা আইন লঙ্ঘন এবং অপরাধ ঢাকার চেষ্টা করেছে বলে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

যুবরাজ বিন সালমান ও সাউদ আল-কাহতানি (ডানে)

গত বছরের ২ অক্টোবর জামাল খাশোগি তুরস্কের ইস্তাম্বুল শহরের সৌদি কনস্যুলেট কিছু জরুরি কাগজপত্র আনতে গিয়েছিলেন। কিন্তু সেখানে তাকে সৌদি আরব থেকে যাওয়া একটি ঘাতক দল হত্যা করে এবং তার লাশ নিশ্চিহ্ন করে ফেলে। সৌদি আরব বিষয়টি প্রথমদিকে অস্বীকার করলেও তুরস্কের নানামুখী চাপ এবং তৎপরতার কারণে পরবর্তীতে হত্যাকাণ্ডের সাথে জড়িত বেশ কয়েকজনকে আটক করে।#

পার্সটুডে/এসআইবি/২৩