বেইজিংয়ে জারিফ: কৌশলগত সম্পর্ক জোরদার করবে ইরান ও চীন
-
জাওয়ার জারিফ (বামে) এবং ওয়াং ই
ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং চীনের মধ্যকার কৌশলগত সম্পর্ক জোরদার করার জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ের কূটনীতিকেরা গুরুত্বারোপ করেছেন। এজন্য তারা দু দেশের মধ্যকার দ্বিপক্ষীয় এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে শলা-পরামর্শ অব্যাহত রাখার কথা বলেছেন। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে আজ (মঙ্গলবার) ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফের এক বৈঠকে এসব কথা আলোচনা হয়েছে।
বৈঠকে জাওয়াদ জারিফ বলেন, দু দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে এ কথা স্পষ্ট হয়েছে যে, দু পক্ষই তাদের মধ্যে সহযোগিতা জোরদার করতে চায়। তিনি বলেন, “আমাদেরকে বিভিন্ন ইস্যুতে অব্যাহতভাবে পরামর্শ করতে হবে এবং আমার এই সফর সেই লক্ষ্যেই অনুষ্ঠিত হচ্ছে।” আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থানের প্রতি চীনের সমর্থনের প্রশংসা করেন তিনি। পাশাপাশি মার্কিন সরকার ইরানের ওপর যে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে তার কড়া সমালোচনা করেন। জারিফ বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত মার্কিন এই একাধিপত্যবাদী নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রীও তেহরান এবং বেইজিংয়ের মধ্যে কৌশলগত সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, চলমান পরিস্থিতিতে দু দেশের মধ্যে বিভিন্ন ইস্যুতে যোগাযোগ রাখা এবং দৃষ্টিভঙ্গি বিনিময় করা জরুরি।
জাওয়াদ জারিফ মস্কো সফর শেষে আজ সকালে বেইজিং পৌঁছান। বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শুয়াং গতকাল জানিয়েছিলেন যে, ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সফরে পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা হবে। ইরানের সঙ্গে পূর্ণাঙ্গ কৌশলগত সম্পর্ক জোরদার করার ব্যাপারে চীন কাজ করতে আগ্রহী বলেও তিনি জানান।#
পার্সটুডে/এসআইবি/৩১