তুরস্ককে সমবেদনা জানালেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী; সাহায্যের প্রস্তাব
https://parstoday.ir/bn/news/west_asia-i76950-তুরস্ককে_সমবেদনা_জানালেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী_সাহায্যের_প্রস্তাব
তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আজ (শনিবার) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৫, ২০২০ ২১:৫০ Asia/Dhaka
  • মেভলুত চাভুসওগ্লু (বামে) ও জাওয়াদ জারিফ
    মেভলুত চাভুসওগ্লু (বামে) ও জাওয়াদ জারিফ

তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্পে হতাহতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে আজ (শনিবার) এক টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ এই সমবেদনা জানান।

তুরস্কের ভূমিকম্প অন্তত ২২ জন নিহত হয়েছেন। টেলিফোন সংলাপে জাওয়াদ জারিফ তুরস্কের জনগণ এবং সরকারের প্রতি সমবেদনা জানান। ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য যেকোনো সাহায্য দিতে ইরানের পক্ষ থেকে প্রস্তুতির কথা ঘোষণা করেন জারিফ।

তুরস্কে ভূমিকম্পে ক্ষয়ক্ষতি

ইরানের পক্ষ থেকে সমবেদনা জানানোর জন্য তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ইরানের জনগণ এবং সরকারকে ধন্যবাদ জানান।

শুক্রবার রাতে ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে তুরস্কের পূর্বাঞ্চলে। দেশটির হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এ পর্যন্ত ২২ জন নিহত এবং ৭৭২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া, দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার পক্ষ থেকে জানানো হচ্ছে- এখনো জন নিখোঁজ রয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/২৫