ডিল অব দ্যা সেঞ্চুরি: আরব লীগের জরুরি বৈঠক থেকে নমনীয় প্রতিক্রিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i77128-ডিল_অব_দ্যা_সেঞ্চুরি_আরব_লীগের_জরুরি_বৈঠক_থেকে_নমনীয়_প্রতিক্রিয়া
আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’কে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।তিনি গতকাল (শনিবার) মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ০২, ২০২০ ০৭:২১ Asia/Dhaka
  • আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত
    আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত

আরব লীগের মহাসচিব আহমাদ আবুল-গেইত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে উত্থাপিত ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’কে হতাশাজনক বলে মন্তব্য করেছেন।তিনি গতকাল (শনিবার) মিশরের রাজধানী কায়রোয় আরব লীগের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক জরুরি বৈঠকে এ মন্তব্য করেন।

ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি প্রদর্শন করতে এ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে উল্লেখ করে আবুল-গেইত বলেন, ডিল অব দ্যা সেঞ্চুরি ঘোষণা করার জন্য বর্তমান সময়কে বেছে নেয়ায় অনেক প্রশ্ন ও অস্পষ্টতা তৈরি হয়েছে।

বৈঠকে অংশগ্রহণ করে ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, তিনি আর মার্কিনীদের বিশ্বাস করেন না।আরব লীগের এ জরুরি বৈঠকে ইরাকের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ আলী আল-হাকিম জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ওপর জোর দেন।তিনি বলেন, ফিলিস্তিনিদের ওপর এতদিন ধরে সিদ্ধান্ত চাপিয়ে দেয়ার যে ধারা চলে এসেছে তারই ধারাবাহিকতায় ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ ঘোষণা করা হয়েছে।

ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প গত মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার দ্বন্দ্ব-সংঘাত নিরসনের নাম করে ‘ডিল অব দ্যা সেঞ্চুরি’ পরিকল্পনা প্রকাশ করেন। তবে এতে ফিলিস্তিনের আল-কুদস বা জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরাইলের অবিভক্ত রাজধানী হিসেবে উল্লেখ  করা হয়েছে।

মার্কিন-ইহুদিবাদী এই পরিকল্পনায় বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত ফিলিস্তিনি শরণার্থীদেরকে তাদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এ ছাড়া, জর্দান নদীর পশ্চিম তীরের অবশিষ্ট অংশ ও গাজা উপত্যকা নিয়ে একটি দুর্বল ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে।ফিলিস্তিনি স্বশাসন কর্তৃপক্ষ এবং প্রতিরোধ আন্দোলনগুলো অর্থাৎ সকল ফিলিস্তিনি জনগণ ট্রাম্পের এ পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।