চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভা ঘোষণা করবেন ইরাকের প্রধানমন্ত্রী
https://parstoday.ir/bn/news/west_asia-i77514-চলতি_সপ্তাহে_নতুন_মন্ত্রিসভা_ঘোষণা_করবেন_ইরাকের_প্রধানমন্ত্রী
ইরাকে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী মুহাম্মাদ তৌফিক আলাভি জানিয়েছেন, চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে, নতুন এই মন্ত্রিসভা স্বাধীন এবং পক্ষপাতহীন লোকজনের সমন্বয়ে গঠিত হবে।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১৬, ২০২০ ১৭:০৯ Asia/Dhaka
  • তৌফিক আলাভি
    তৌফিক আলাভি

ইরাকে নতুন সরকার গঠনের দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী মুহাম্মাদ তৌফিক আলাভি জানিয়েছেন, চলতি সপ্তাহে নতুন মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করা হবে। তিনি সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন যে, নতুন এই মন্ত্রিসভা স্বাধীন এবং পক্ষপাতহীন লোকজনের সমন্বয়ে গঠিত হবে।

তৌফিক আলাভি বলেন, “আমরা ঐতিহাসিক অর্জনের একেবারে কাছাকাছি পর্যায়ে রয়েছি, যোগ্য ও নিরপেক্ষ লোকজনের সমন্বয়ে একটি স্বাধীন মন্ত্রিসভা গঠনের কাজ সম্পন্ন হওয়ার পথে। এখানে ইরাকের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কোনরকম হস্তক্ষেপ করা হয় নি।” গতকাল (শনিবার) এক টুইটার বার্তায় মুহাম্মাদ তৌফিক আলাভি এসব কথা বলেন। তিনি জানান, চলতি সপ্তাহে মন্ত্রিসভার সদস্যদের নাম প্রকাশ করা হবে।

ইরাকে বিক্ষোভ (সম্প্রতিক ছবি)

ফেব্রুয়ারি মাসের প্রথমদিকে মুহাম্মাদ তৌফিক আলাভি নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পান এবং তাকে আগামী ২ মার্চের মধ্যে ইরাকের জন্য নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয়। মন্ত্রিসভা গঠনের পর আলাভিকে নামের তালিকা জাতীয় সংসদে পেশ করতে হবে। সেখানে ভোটাভুটির পর মন্ত্রিসভার সদস্যদের মনোনয়ন চূড়ান্ত হবে।

মুহাম্মাদ তৌফিক আলাভি বলেন, যে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে তাদের সবাইকে জাতীয় সংসদের সদস্যরা ভোট দিয়ে চূড়ান্তভাবে মনোনীত করবেন বলে তিনি আশা করেন।

ইরাকে সম্প্রতি অর্থনৈতিক সংস্কার এবং দুর্নীতি অবসানের দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। সেই বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী আদিল আব্দুল মাহদি পদত্যাগ করেন। এরপরই নতুন সরকার গঠনের প্রশ্ন এসেছে।#

পার্সটুডে/এসআইবি/১৬