করোনা ভাইরাস: ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা হোম কোয়ারেন্টাইনে
https://parstoday.ir/bn/news/west_asia-i78755
ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় দফা হোম কোয়ারেন্টাইনে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুফ লিৎসম্যান নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হন।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
এপ্রিল ০২, ২০২০ ১৭:৩৩ Asia/Dhaka
  • স্বাস্থ্যমন্ত্রী লিৎসম্যান ও নেতানিয়াহুর সাক্ষাৎ
    স্বাস্থ্যমন্ত্রী লিৎসম্যান ও নেতানিয়াহুর সাক্ষাৎ

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্বিতীয় দফা হোম কোয়ারেন্টাইনে গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত ইসরাইলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকুফ লিৎসম্যান নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার পর ইসরাইলি প্রধানমন্ত্রী দ্বিতীয় দফা হোম কোয়ারেন্টাইনে যেতে বাধ্য হন।

ইসরাইলি দৈনিক হারেৎস জানিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী লিৎসম্যান নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করার পর করোনাভাইরাস টেস্টে তাঁর এবং তাঁর স্ত্রীর পজিটিভ রেজাল্ট আসে। ইসরাইলি সরকারের সবচেয়ে প্রবীণ এই মন্ত্রী (স্বাস্থ্যমন্ত্রী) এবং তার স্ত্রী এখন আইসোলেশনে রয়েছেন।

মোসাদ প্রধান ইউসি কোহেন

নেতানিয়াহুর আগে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইউসি কোহেনও লিৎসম্যানের সঙ্গে সাক্ষাতের পর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হোম কোয়ারেন্টাইনে গেছেন।

অধিকৃত ফিলিস্তিনে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬২১১ জন। আজ আরও ১৩ ইসরাইলি সেনা আক্রান্ত হবার ফলে করোনাভাইরাসে আক্রান্ত সর্বমোট ইহুদিবাদী সেনাসংখ্যা ৯৭ তে পৌঁছলো।  

পার্সটুডে/এনএম/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।