মানবাধিকার নিয়ে ডাচ সরকারের অভিযোগ নাকচ করে দিল সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i83204-মানবাধিকার_নিয়ে_ডাচ_সরকারের_অভিযোগ_নাকচ_করে_দিল_সিরিয়া
সিরিয়া সরকার দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করছে বলে হল্যান্ড যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার বা সেদেশের বেসামরিক নাগরিকদের দরদি সাজার কোনো অধিকার ডাচ সরকারের নেই।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
সেপ্টেম্বর ২০, ২০২০ ০৭:২৩ Asia/Dhaka
  • সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (ফাইল ছবি)
    সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় (ফাইল ছবি)

সিরিয়া সরকার দেশটিতে মানবাধিকার লঙ্ঘন করছে বলে হল্যান্ড যে অভিযোগ করেছে তা নাকচ করে দিয়েছে দামেস্ক। সিরিয়া বলেছে, দেশটির মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলার বা সেদেশের বেসামরিক নাগরিকদের দরদি সাজার কোনো অধিকার ডাচ সরকারের নেই।

হল্যান্ডের বিভিন্ন গণমাধ্যম সম্প্রতি জানিয়েছে, দেশটির সরকার হেগের আন্তর্জাতিক আদালতে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনতে পারে।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ

এ খবরের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ডাচ সরকার আবারো হেগের আন্তর্জাতিক আদালতকে আমেরিকার রাজনৈতিক লক্ষ্যপূরণের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায়। এছাড়া, এর মাধ্যমে হল্যান্ড আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও জাতিসংঘকে উপেক্ষা করতে চায়।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে আরো বলেছে, সিরিয়ায় লেলিয়ে দেয়া সন্ত্রাসীদের প্রতি ডাচ সরকারের সমর্থনের বিষয়টি জনসমক্ষে প্রকাশিত হয়ে যাওয়ার পর নিজেকে কলঙ্কমুক্ত করতে এখন সিরিয়ার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করছে হল্যান্ড।#  

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।