আর্মেনীয় ইস্যুতে মার্কিন সিদ্ধান্তের জবাব দেওয়া হবে: এর্দোগানের মুখপাত্র
https://parstoday.ir/bn/news/west_asia-i90722-আর্মেনীয়_ইস্যুতে_মার্কিন_সিদ্ধান্তের_জবাব_দেওয়া_হবে_এর্দোগানের_মুখপাত্র
তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেছেন,আমেরিকা খুব শিগগিরই আমাদের জবাব পাবে। তবে এজন্য তুরস্ক কয়েক মাস পর্যন্ত সময় নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২৬, ২০২১ ১৮:০৯ Asia/Dhaka
  • ইব্রাহিম কলিন
    ইব্রাহিম কলিন

তুরস্কের প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কলিন বলেছেন,আমেরিকা খুব শিগগিরই আমাদের জবাব পাবে। তবে এজন্য তুরস্ক কয়েক মাস পর্যন্ত সময় নিতে পারে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

উসমানীয় আমলে তুরস্ক আর্মেনীয়দের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করে কলিন বলেন,মার্কিন প্রেসিডেন্টের এমন অবস্থান খুবই লজ্জাজনক।

এর্দোগানের মুখপাত্র আরও বলেন,উপযুক্ত সময় ও স্থানে তুরস্ক অবশ্যই মার্কিন সিদ্ধান্তের জবাব দেবে। নানাভাবে এর জবাব দেওয়া হবে। তবে তুরস্কের ইঞ্জার্লিক ঘাঁটিতে মার্কিন সেনাবাহিনীর তৎপরতা সীমিত করার মতো কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা তা উল্লেখ করেননি এই মুখপাত্র।

তিনি আরও বলেছেন,আজ (সোমবার) মন্ত্রিসভার বৈঠকের পর প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান এ বিষয়ে ভাষণ দেবেন। এর্দোগান ফোনে বাইডেনকে আগেই এর পরিণতির বিষয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন বলে কলিন জানিয়েছেন।

আর্মেনিয়ায় তুর্কি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সরকার স্বীকৃতি দেয়ার পরপরই আঙ্কারায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করে তুরস্ক সরকার। এর্দোগানও মার্কিন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সরকার বলেছে, ওসমানীয় সেনারা প্রথম বিশ্বযুদ্ধের সময় আর্মেনিয়ায় গণহত্যা চালিয়েছে। গতকাল জো বাইডেন বলেন, “মেডস ইয়েগহার্নে নিহতদের প্রতি আমরা সম্মান জানাই। সেখানে যে বীভৎস ঘটনা ঘটেছে তা কখনো ইতিহাস থেকে মুছে যাবে না। বাইডেনই প্রথম আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে আর্মেনিয়ার হত্যাকাণ্ডকে কথিত গণহত্যা বলে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিলেন।#

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।