লেবাননের সেনাবাহিনীর জন্য মাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠাবে কাতার
https://parstoday.ir/bn/news/west_asia-i94268
লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০৭, ২০২১ ১৭:১৭ Asia/Dhaka
  • কাতারের পররাষ্ট্রমন্ত্রী
    কাতারের পররাষ্ট্রমন্ত্রী

লেবাননের সেনাবাহিনীর জন্য প্রতিমাসে ৭০ টন খাদ্যসামগ্রী পাঠানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী মুহাম্মাদ বিন আব্দুর রহমান আলে সানি বলেছেন, লেবাননের অর্থনৈতিক সমস্যা সমাধানে তার দেশ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সেদেশের সেনাবাহিনীর জন্য আগামী একবছর প্রতিমাসে ৭০ টন করে খাদ্যসামগ্রী পাঠানো হবে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রী লেবানন সফরের পর এই ঘোষণা দেন। তিনি দ্রুত রাজনৈতিক সংকট সমাধান করে নয়া সরকার গঠনের জন্য লেবাননের সব পক্ষের প্রতি আহ্বান জানান।

 লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন বলেছেন, কাতার সব ক্ষেত্রে বৈরুতকে সহযোগিতা করতে প্রস্তুতি ঘোষণা করেছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে তিনি বলেন, লেবাননের সংকট সমাধানে কাতার নানাভাবে সহযোগিতা করতে পারে। কাতার সরকারের সহযোগিতাকে লেবাননের সরকার ও জনগণ স্বাগত জানাবে।

গত কয়েক বছর ধরে লেবাননে অর্থনৈতিক সমস্যা প্রকট আকার ধারণ করেছে। মার্কিন নিষেধাজ্ঞার পাশাপাশি বৈরুত বন্দরে ব্যাপক বিস্ফোরণ এবং কয়েকটি দেশের নানামুখী ষড়যন্ত্রের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হয়।#    

পার্সটুডে/এসএ/৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।