ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্তের পর থেকেই নৌযুদ্ধের জন্য প্রস্তুত হিজবুল্লাহ
https://parstoday.ir/bn/news/west_asia-i98208-ইরান_থেকে_জ্বালানি_আমদানির_সিদ্ধান্তের_পর_থেকেই_নৌযুদ্ধের_জন্য_প্রস্তুত_হিজবুল্লাহ
লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কার্যকরী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল এটা ভালো করেই জানে ইরান থেকে জ্বালানি আমদানি পথচলার সূচনা মাত্র। তারা যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাদের সামনে আরও অনেক পথ খোলা রয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ০৪, ২০২১ ১৮:২৭ Asia/Dhaka
  • হাশেম সাফিউদ্দিন
    হাশেম সাফিউদ্দিন

লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর কার্যকরী পরিষদের প্রধান হাশেম সাফিউদ্দিন বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরাইল এটা ভালো করেই জানে ইরান থেকে জ্বালানি আমদানি পথচলার সূচনা মাত্র। তারা যদি উল্টাপাল্টা কিছু করে তাহলে আমাদের সামনে আরও অনেক পথ খোলা রয়েছে।

তিনি লেবাননে এক অনুষ্ঠানে আরও বলেন, বর্তমানে লেবানন আর্থ-রাজনৈতিক, সামাজিক ও প্রাত্যহিক পণ্যের ক্ষেত্রে মারাত্মক সংকটে রয়েছে। মানুষের পাশে দাঁড়ানো এখন সবার ধর্মীয় ও নৈতিক দায়িত্ব। 

হিজবুল্লাহর এই নেতা আরও বলেন, ইরান থেকে জ্বালানি আমদানির সাহসী পদক্ষেপের কারণে সব কিছুতে পরিবর্তন এসেছে। আমরা এটা বলছি না যে, লেবাননের পরিস্থিতি রাতারাতি ভালো হয়ে গেছে। কিন্তু ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্তের মধ্যদিয়ে শত্রুদের পিছু হটা শুরু হয়েছে। ইরান থেকে জ্বালানি আমদানির সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই ইসরাইলের সঙ্গে নৌযুদ্ধের জন্য প্রস্তুত রয়েছি।

আমেরিকা ও দখলদার ইসরাইল যদি প্রতিরোধ সংগ্রামীদের সঙ্গে সাগরে কোনো সংঘাতে জড়াতে চায় তাহলে সে লড়াইয়ের জন্য হিজবুল্লাহ প্রস্তুত রয়েছে বলে জানান হাশেম সাফিউদ্দিন।#

পার্সটুডে/এসএ/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।