পাকিস্তানে কাশ্মীর সংহতি দিবস পালিত; মজলুমদের বাঁচানোর আহ্বান জানালেন ইমরান
-
ইমরান (বামে) ও আলভি (ডানে)
পাকিস্তানজুড়ে আজ (শনিবার) ‘কাশ্মীর সংহতি দিবস’ পালিত হয়েছে। এ উপলক্ষে দেশজুড়ে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দেশটির বিভিন্ন সংগঠন একযোগে এসব কর্মসূচি পালন করে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান দিবসটি উপলক্ষে এক বার্তায় বলেছেন, ভারত শাসিত কাশ্মীরে ভারতীয় বাহিনী যে তৎপরতা চালাচ্ছে তা গণহত্যার পর্যায়ে পড়ে। এই ধরণের তৎপরতা বন্ধে গোটা বিশ্বকে সোচ্চার হতে হবে। সেখানে মানবাধিকার লঙ্ঘনের তদন্ত করারও আহ্বান জানান তিনি। ইমরান খান বলেন, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ইশতেহার মেনে কাশ্মীরের জনগণকে আত্মনিয়ন্ত্রণের অধিকার দিতে হবে।
এছাড়া দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি এক ভাষণে বলেছেন, কাশ্মীরের মজলুম জনগণের প্রতি তাদের দেশের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত থাকবে।
ভারতশাসিত কাশ্মীরের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশের মাধ্যমে পাকিস্তানিরা গত কয়েক দশক ধরে প্রতিবছরের ৫ ফেব্রুয়ারি দিবসটি পালন করে আসছে। কাশ্মীর দিবসের কয়েকটি সমাবেশে শিশুরাও অংশ নিয়েছে বলে জানা গেছে।
পাকিস্তানি ও বিদেশে অবস্থানরত কাশ্মীরি নাগরিকদের অনেকে বিভিন্ন দেশে এ দিবসের অনুষ্ঠানে অংশ নিয়ে কাশ্মীরি জনগণের প্রতি সমর্থন জানিয়েছেন।#
পার্সটুডে/এসএ/৫
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।