ম্যালি ও মুরার সঙ্গে বৈঠকের পর রুশ কূটনীতিকের টুইটার বার্তা
রাশিয়া ও ইউরোপ ভিয়েনা সংলাপে আরো গতি চায়: উলিয়ানোভ
-
রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান সংলাপে আরো বেশি গতি আশা করছে রাশিয়া ও ইউরোপ। ভিয়েনা সংলাপে অংশগ্রহণকারী রুশ প্রতিনিধিদলের প্রধান মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেন। তিনি বলেন, অমীমাংসিত বিষয়গুলোর সমাধানে আরো বেশি মনযোগী হওয়া জরুরি।
আমেরিকা ২০১৫ সালে ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা স্বাক্ষর করলেও ২০১৮ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ প্রয়োগের’ নীতি ঘোষণা করেন। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার উত্তরসুরি ট্রাম্পের ওই নীতি পরিহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু বাস্তবে তিনি ট্রাম্পের ওই চাপ প্রয়োগের নীতিই অনুসরণ করছেন। আমেরিকার সৃষ্ট এই সংকট থেকে বেরিয়ে আসার লক্ষ্যই মূলত ভিয়েনা সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।

উলিয়ানোভ তার টুইটার বার্তায় লিখেছেন, “আমি আজ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক উপ প্রধান এনরিক মুরার সঙ্গে কথা বলেছি। সেখানে আমরা দু’জন এ ব্যাপারে একমত হয়েছি যে, ভিয়েনায় আলোচনা প্রক্রিয়ায় আরো গতি আনতে হবে এবং অমীমাংসিত বিষয়গুলোতে বিশেষভাবে মনযোগী হতে হবে।”
এনরিক মুরা ভিয়েনা সংলাপে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করছেন। মুরার সঙ্গে সাক্ষাৎ করা ছাড়াও উলিয়ানোভ বুধবার আমেরিকার ইরান বিষয়ক বিশেষ প্রতিনিধি রবার্ট ম্যালি এবং ইরানের উপ পররাষ্ট্রমী আলী বাকেরি-কানির সঙ্গেও সঙ্গেও সাক্ষাৎ করেন। বাকেরি-কানি ভিয়েনা সংলাপে ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। রবার্ট ম্যালি পরোক্ষভাবে ভিয়েনা সংলাপে অংশ নিতে বর্তমানে ভিয়েনায় অবস্থান করছেন।#
পার্সটুডে/এমএমআই/১০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন