রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিলেন মাদুরো
https://parstoday.ir/bn/news/world-i103976-রাশিয়ার_সঙ্গে_শক্তিশালী_সামরিক_সহযোগিতার_অনুমোদন_দিলেন_মাদুরো
রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দু দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এই অনুমাদন দেন।  
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ১৭, ২০২২ ১৮:৫২ Asia/Dhaka
  • ইউরি বরিসভ (বামে) ও নিকোলাস মাদুরো
    ইউরি বরিসভ (বামে) ও নিকোলাস মাদুরো

রাশিয়ার সঙ্গে শক্তিশালী সামরিক সহযোগিতার অনুমোদন দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। দু দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনার পর তিনি এই অনুমাদন দেন।  

গতকাল (বুধবার) রাতে প্রেসিডেন্ট প্রাসাদ থেকে সামরিক সহযোগিতা সংক্রান্ত এক চুক্তির ঘোষণা দেয়া হয়। এর আগে রুশ উপ প্রধানমন্ত্রী ইউরি বরিসভ কারাকাস সফর করেন। চুক্তির আওতায় ভেনিজুয়েলা ও রাশিয়ার মধ্যে শান্তি, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে সহযাগিতা প্রতিষ্ঠা হবে।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, “রাশিয়ার মতো দেশের সঙ্গে আমরা সামরিক সহযোগিতা চুক্তি বাস্তবায়নের জন্য প্রস্তুতি ও প্রশিক্ষণ বাড়াবো।” এ সময় তিনি মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার অবস্থানের প্রতি সমর্থণ ঘোষণা করেন মাদুরো। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও ন্যাটো জোটর মধ্যে চলমান উত্তেনার মুখে মাদুরো এই সমর্থনের কথা ঘোষণা করেন।

সামরিক সহযোগিতার পাশাপাশি অর্থনৈতিক, বাণিজ্যিক এবং পর্যটন খাতে সহযোগিতা নিয়েও রুশ উপ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলে মাদুরো জানান।#

পার্সটুডে/এসআইবি/১৭