ইউক্রেনের সমর্থনে লন্ডনে মানববন্ধন
https://parstoday.ir/bn/news/world-i104400-ইউক্রেনের_সমর্থনে_লন্ডনে_মানববন্ধন
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সমর্থনে লন্ডনে মিছিল ও মানববন্ধন করেছেন ইউক্রেন প্রেমিকরা।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ২৬, ২০২২ ১৭:৪৯ Asia/Dhaka

আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) ইউক্রেনের সমর্থনে লন্ডনে মিছিল ও মানববন্ধন করেছেন ইউক্রেন প্রেমিকরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। এটিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে। 

ইউএনএইচসিআর বলছে, ইউক্রেনে আনুমানিক এক লাখ বাসিন্দা ইতোমধ্যে তাদের ঘরবাড়ি ছেড়েছে। পরিস্থিতির অবনতি ঘটলে ৫০ লাখ মানুষ দেশটিতে ঘরছাড়া হতে পারে।#

পার্সটুডে/আবুসাঈদ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।