যুদ্ধ বন্ধে এরদোগানকে যে শর্ত দিলেন পুতিন
https://parstoday.ir/bn/news/world-i104854-যুদ্ধ_বন্ধে_এরদোগানকে_যে_শর্ত_দিলেন_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয় তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০৬, ২০২২ ১৯:১৭ Asia/Dhaka
  • এরদোগান (বামে) ও পুতিন
    এরদোগান (বামে) ও পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, কিয়েভ যদি যুদ্ধ বন্ধ করে এবং ইউক্রেনকে অসামরিকীরণের ব্যাপারে রাশিয়া যে দাবি জানিয়েছে তা মেনে নেয় তবেই শুধু চলমান সামরিক অভিযান বন্ধ করা সম্ভব। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে এসব কথা বলেছেন পুতিন।

তিনি বলেন, ইউক্রেনকে নব্য-নাজিবাদমুক্ত হতে হবে এবং গত আট বছর ধরে দোনবাস এলাকায় বেসামরিক লোকজনের ওপর যারা রক্তক্ষয়ী অপরাধযজ্ঞ চালিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে

তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে পুতিন আরো বলেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের সামরিক স্থাপনাগুলোর ওপর নিখুঁতভাবে হামলা চালাতে ও বেসামরিক নাগরিক হতাহতের ঘটনা এড়াতে হাই প্রিসিশন অস্ত্র ব্যবহার করছে। ইউক্রেন বেসামরিক লোক লোকজনকে মানব ঢাল হিসেবে ব্যবহার করছে বলেও উল্লেখ করেন পুতিন

রুশ সেনাদের হামলা

তুর্কি সূত্র থেকে জানানো হয়েছে, চলমান ইউক্রেন সংকট নিরসনে আঙ্কারা মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করতে চায় বলে প্রেসিডেন্ট এরদোগান আগ্রহ প্রকাশ করেছেন। এরদোগান দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে বলেছেন, এর ফলে ইউক্রেনের মানবিক পরিস্থিতি কিছুটা উন্নত হবে

এসময় পুতিন তুর্কি প্রেসিডেন্ট এরদোগানকে আশ্বস্ত করেন যে, যেসব এলাকায় যুদ্ধ চলছে সেখান থেকে তুর্কি নাগরিকদের নিরাপদে সরে যাওয়ার জন্য রাশিয়ার সেনারা সহযোগিতা করবে

রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিক জানিয়েছে, তুর্কি প্রেসিডেন্ট ইউক্রেন ইস্যুতে মধ্যস্থতা করতে চাইলেও তিনি বসফরাস এবং দার্দানেলিস প্রণালী বন্ধ করে দিয়েছেন যার ফলে কৃষ্ণ সাগরে রাশিয়ার জাহাজ প্রবেশ করতে পারছে না। পাশাপাশি তুরস্ক ইউক্রেনের কাছে তার বায়রাকতার ড্রোন বিক্রি করেছে#

পার্সটুডে/এসআইবি/৬