নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে চরম পরিণতি: চীনকে আমেরিকার হুঁশিয়ারি
চীনের সহযোগিতা আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে: সুলিভান
-
মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান
রাশিয়ার ওপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার ব্যাপারে চীনকে হুঁশিয়ার করে দিয়েছে ওয়াশিংটন। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এক সাক্ষাৎকারে দাবি করেছেন, ইউক্রেনে হামলা চালানোর কারণে রাশিয়াকে যে ক্ষতির সম্মুখীন হতে হবে তা অন্য কেউ পুষিয়ে দিতে চাইলে আমেরিকা বসে থাকবে না।
তিনি আরো বলেন, আমরা চীনকে একথা বোঝানোর চেষ্টা করছি যে, রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ‘কঠোর পরিণতি’ ভোগ করতে হবে। সুলিভান দাবি করেন, আমেরিকা বিশ্বাস করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে হামলা শুরু করার আগেই বিষয়টি চীনা কর্মকর্তার জানতেন। তিনি বলেন, কাজেই আমরা এ বিষয়টি খতিয়ে দেখার চেষ্টা করছি যে, চীন রাশিয়াকে এই হামলা চালাতে কতখানি সহযোগিতা করেছে।

ইউক্রেন সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে চীন এ পর্যন্ত একাধিকবার নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে। বেইজিং বলেছে, ইউক্রেন সংকট নিরসনের জন্য তার কাছে কয়েকটি পরিকল্পনা রয়েছে। তবে দৃশ্যত চীনের এ প্রস্তাব এখন পর্যন্ত কোনো পক্ষ গ্রহণ করেনি।
গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো মস্কোর বিরুদ্ধে ধারাবাহিক কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার সঙ্গে চীনের বিপুল অঙ্কের বাণিজ্যিক লেনদেন থাকায় আমেরিকা মনে করছে পাশ্চাত্যের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে বেইজিং মস্কোর সঙ্গে অর্থনৈতিক লেনদেন চালিয়ে যাবে। চীন সরকার অবশ্য পাশ্চাত্যের এ উদ্বেগের কোনো জবাব দেয়নি।#
পার্সটুডে/এমএমআই/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।