কাবুলের শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ৫০ আহত শতাধিক
https://parstoday.ir/bn/news/world-i107318-কাবুলের_শিয়া_মসজিদে_বোমা_হামলা_নিহত_৫০_আহত_শতাধিক
আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দু’টি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর কাবুলে এ হামলা চালানা হলো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ৩০, ২০২২ ০৫:০৮ Asia/Dhaka
  • কাবুলের শিয়া মসজিদে বোমা হামলা: নিহত ৫০ আহত শতাধিক

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলায় অন্তত ৫০ মুসল্লি নিহত এবং শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। দেশটির উত্তরাঞ্চলীয় শহর মাজার-ই-শরিফে দু’টি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হওয়ার একদিন পর কাবুলে এ হামলা চালানা হলো।

কাবুলের খলিফা আগা গুলজান মসজিদে মুসল্লিরা যখন রমজানের শেষ শুক্রবারের জুমার নামাজ আদায় করতে সমবেত হন তখন এ পাশবিক হামলা চালানা হয়।

মসজিদ কমিটির প্রধান সাইয়্যেদ ফাজিল আগা জানিয়েছেন, একজন আত্মঘাতী হামলাকারী মসজিদে প্রবেশ করে বোমা বিস্ফোরণ ঘটিয়েছে বলে তারা মনে করছেন। তিনি বলেন, বিস্ফোরণে তার কয়েকজন আত্মীয় নিহত হয়েছেন।

আহতদের হাসপাতালে নিতে সাহায্য করছেন মুসল্লিরা

হামলার পরপরই এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এতে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তি দেয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এর আগে বৃহস্পতিবার মাজার-ই-শরিফ শহরের দু’টি মিনিবাসে বোমা হামলায় নয় ব্যক্তি নিহত ও অপর ১৩ জন আহত হয়।এছাড়া কয়েকদিন আগে এই শহরের একটি শিয়া মসজিদে শক্তিশালী বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হন। উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ওই হামলার দায়িত্ব স্বীকারে করে।#

পার্সটুডে/এমএমআই/৩০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।