আইএইএ’তে প্রস্তাব উত্থাপিত হলে ভিয়েনা সংলাপ ক্ষতিগ্রস্ত হবে
https://parstoday.ir/bn/news/world-i108788-আইএইএ’তে_প্রস্তাব_উত্থাপিত_হলে_ভিয়েনা_সংলাপ_ক্ষতিগ্রস্ত_হবে
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাকে ‘অগঠনমূলক’ আখ্যায়িত করে তেহরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে এই প্রস্তাব উত্থাপন করলে তা ক্ষতিগ্রস্ত হবে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ০৪, ২০২২ ১০:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’তে আমেরিকা ও তার ইউরোপীয় মিত্ররা ইরানের বিরুদ্ধে যে প্রস্তাব আনতে যাচ্ছে তাকে ‘অগঠনমূলক’ আখ্যায়িত করে তেহরান বলেছে, ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে সংলাপ চলছে এই প্রস্তাব উত্থাপন করলে তা ক্ষতিগ্রস্ত হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে এক টেলিফোনালাপে এ মন্তব্য করেন। তিনি বলেন, সোমবার আইএইএ’র নির্বাহী বোর্ডের বৈঠকে ইরানের বিরুদ্ধে কোনো প্রস্তাব আনা হলে তার পরিণতির দায় ওই প্রস্তাব উত্থাপনকারী দেশগুলোকে নিতে হবে। 

তিনি বলেন, চার পশ্চিমা দেশ এমন সময় এ প্রস্তাব আনতে যাচ্ছে যখন গত দুই মাস ধরে ইউরোপীয় ইউয়িনের মাধ্যমে ইরান ও আমেরিকা বিভিন্ন বার্তা আদান-প্রদান করেছে।

আমেরিকা ও তার তিন ইউরোপীয় মিত্র ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি আগামী সোমবার আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানে বিরুদ্ধে একটি প্রস্তাব আনতে যাচ্ছে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো খবর দিয়েছে। ওই চার দেশ গত চার বছর ধরে পরমাণু সমঝোতা লঙ্ঘন করে আসলেও প্রস্তাবটিতে উল্টো ইরানকে দোষারোপের চেষ্টা করা হয়েছে। এতে বলা হয়েছে, ইরানের তিনটি অঘোষিত স্থানে ইউরেনিয়ামের অস্তিত্ব পাওয়া গেছে এবং এ সম্পর্কে তেহরানকে জবাবদিহী করতে হবে।

আইএইএ’র নির্বাহী বোর্ডে কোনো প্রস্তাব উত্থাপন করে তাৎক্ষণিকভাবে ইরানের কোনো ক্ষতি করা না গেলেও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়টিকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাঠানোর ক্ষেত্র তৈরি করা সম্ভব হবে। বিষয়টিকে নিরাপত্তা পরিষদে পাঠানো হলে সেখানে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করার সুযোগ তৈরি হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনালাপে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আইএইএ’র নির্বাহী বোর্ডে চার পশ্চিমা দেশ যে প্রস্তাব উত্থাপনের ঘোষণা দিয়েছে মস্কো তার ঘোর বিরোধিতা করবে। ল্যাভরভ বলেন, ইরান যখন আইএইএ’কে সহযোগিতা করে যাচ্ছে এবং কারিগরি চ্যানেলের মাধ্যমে সব সমস্যার সমাধানের পথ খোলা রয়েছে তখন এ ধরনের প্রস্তাব উত্থাপন করে কোনো ইতিবাচক সমাধান পাওয়া যাবে না।#

পার্সটুডে/এমএমআই/৪           

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।