ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ: জড়িত সন্দেহে ৯ জনকে আটক করেছে রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i114422-ক্রিমিয়া_ব্রিজে_বিস্ফোরণ_জড়িত_সন্দেহে_৯_জনকে_আটক_করেছে_রাশিয়া
ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী সেতুর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নয় জনকে গ্রেফতার করেছে রাশিয়া।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১২, ২০২২ ১৯:১৪ Asia/Dhaka
  • ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ
    ক্রিমিয়া ব্রিজে বিস্ফোরণ

ক্রিমিয়ার সঙ্গে রাশিয়ার মূল ভূখণ্ডকে সংযোগকারী সেতুর ওপর সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত থাকার সন্দেহে নয় জনকে গ্রেফতার করেছে রাশিয়া।

রাশিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল সিকিউরিটি সার্ভিস’ বা এফএসবি আজ (বুধবার) এক বিবৃতিতে বলেছে, তারা রাশিয়ার পাঁচজন, ইউক্রেনের তিনজন এবং একজন আমেরিকার নাগরিককে আটক করা হয়েছে।

এফএসবি অভিযোগ করেছে, ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থা এবং এর পরিচালক কিরিলো বুদানভ এই সন্ত্রাসী হামলার পরিকল্পনা করে এবং কিয়েভের এজেন্ট বিস্ফোরক সরবরাহের বিষয়টি সমন্বয় করে।

এফএসবি’র তদন্ত অনুসারে জর্জিয়ার রেজিস্টার্ড ট্রাক সেতুতে বিস্ফোরণ ঘটায়। উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক নিয়ে ট্রাকটি ক্রিমিয়ার সেতুতে আঘাত হানে। বিস্ফোরক দ্রব্য ২২টি প্লাস্টিক ব্যাগে লুকানো ছিল। সন্দেহভাজন এসব ব্যক্তি গত আগস্ট মাসে ইউক্রেনের ওডেশা বন্দর ত্যাগ করে এবং রাশিয়ায় ঢোকার আগে তারা বুলগেরিয়া, জর্জিয়া এবং আরমেনিয়া সফর করে।

রাশিয়ার গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে তাস নিউজ জানিয়েছে, এই হামলার সাথে সহযোগিতা করার জন্য আরো ১২ ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে। রাশিয়ার গোয়েন্দা সংস্থার এই অভিযোগকে পাগলামি বলে প্রত্যাখ্যান করেছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়টি বলেছে, এফএসবি’র বিবৃতি সম্পর্কে ইউক্রেন নিশ্চিতভাবে কোনো মন্তব্য করবে না কারণ সংস্থাটি ভুয়া প্রতিষ্ঠান হিসেবে রাশিয়া সরকারের সেবা দিচ্ছে।

গত শনিবার বিস্ফোরক বোঝাই একটি ট্রাক ক্রিমিয়ার সেতুতে হামলা চালায়। এতে ক্রিমিয়া সেতুর ওপর দিয়ে চলন্ত একটি মালবাহী ট্রেনের সাতটি তেলের বগিতে আগুন ধরে যায়। এতে সেতুর বেশ খানিকটা ক্ষতি হয় তবে শিগরি আবার সেতু চালু করা সম্ভব হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১২