রিজার্ভ সেনা ডাকা শেষ করল রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i115122-রিজার্ভ_সেনা_ডাকা_শেষ_করল_রাশিয়া
রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের চলমান সামরিক অভিযানে অংশ নেয়ার জন্য যে তিন লাখ রিজার্ভ সেনা তলব করা হয়েছিল তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ২৯, ২০২২ ১৫:৩৫ Asia/Dhaka
  • পুতিন ও শোইগু
    পুতিন ও শোইগু

রাশিয়া জানিয়েছে, ইউক্রেনের চলমান সামরিক অভিযানে অংশ নেয়ার জন্য যে তিন লাখ রিজার্ভ সেনা তলব করা হয়েছিল তাদের যুদ্ধক্ষেত্রে মোতায়েনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।

গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিভাইজড মিটিংয়ে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু একথা জানান। তিনি পুতিনকে বলেন, আপনি যে তিন লাখ সেনা তলবের কথা বলেছিলেন তা সম্পন্ন হয়েছে। এ নিয়ে নতুন করে আর কোনো পরিকল্পনা নেই।

শেরগেই শোইগু বলেন, এরইমধ্যে ৮২ হাজার সেনা মোতায়েন করা হয়েছে এবং বাকি সেনাদের প্রশিক্ষণ চলছে। বৈঠকের প্রেসিডেন্ট পুতিন রিজার্ভ সেনাদের যুদ্ধক্ষেত্রে যোগ দেয়া, দেশপ্রেম এবং দায়িত্ববোধের জন্য ধন্যবাদ জানান। তিনি আরো বলেন, রাশিয়াকে রক্ষার জন্য এই যুদ্ধে যোগ দেয়ার অর্থ হচ্ছে নিজেদের ঘরবাড়ি, পরিবার এবং দেশের জনগণকে রক্ষার পদক্ষেপ নেয়া।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম রাশিয়া রিজার্ভ সেনা তলব করল। রিজার্ভ সেনা তলবের প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও সেগুলো সমাধান হয়ে গেছে বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী।#

পার্সটুডে/এসআইবি/২৯