ইরান এবং আইএইএ'র মধ্যে আলোচনা এবং সহযোগিতা অব্যাহত থাকবে: গ্রোসি
https://parstoday.ir/bn/news/world-i120424
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌছে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য এবং অবস্থানগুলোতে প্রবেশের অনুমতি বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনিত হয়েছি। তিনি আরো বলেন, শিগগিরই ইরানি পক্ষের সাথে প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছু নজরদারি সরঞ্জাম শিগগিরই ইরানে চালু করা হবে।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ০৬, ২০২৩ ১৮:৩১ Asia/Dhaka
  • ইরান এবং আইএইএ'র মধ্যে আলোচনা এবং সহযোগিতা অব্যাহত থাকবে: গ্রোসি

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রোসি শনিবার সন্ধ্যায় তেহরান থেকে ভিয়েনা বিমানবন্দরে পৌছে বলেন, আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তথ্য এবং অবস্থানগুলোতে প্রবেশের অনুমতি বিষয়ে ইরানের সঙ্গে একটি চুক্তিতে উপনিত হয়েছি। তিনি আরো বলেন, শিগগিরই ইরানি পক্ষের সাথে প্রযুক্তিগত বৈঠক অনুষ্ঠিত হবে এবং কিছু নজরদারি সরঞ্জাম শিগগিরই ইরানে চালু করা হবে।

গ্রোসি বলেন, "আমি বিশ্বাস করি যে ইরান সরকারের সাথে আমার আলোচনার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।আমি মনে করি এ বিষয়ে একটি ইতিবাচক ফলাফল শিগগিরই আমরা দেখতে পাবো।"

একটি প্রতিনিধি দলের নেতৃত্বে গত শুক্রবার দুই দিনের সফলে গ্রোসি তেহরানে পৌঁছান। তিনি ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামির সাথে দুই দফা আলোচনা করেন এবং এরপর তিনি একটি যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন। এ ছাড়া রাফায়েল গ্রোসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান এবং প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির সঙ্গে সাক্ষাৎ করেন। গ্রোসির সঙ্গে বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী দ্রুততম সময়ে প্রযুক্তিগতভাবে সুরক্ষা সংক্রান্ত সমস্যাগুলো সমাধান করার জন্য ইরানের দৃঢ় ইচ্ছার কথা উল্লেখ করেন। 

আইএইএর মহাপরিচালক সমস্যাগুলোর প্রযুক্তিগতভাবে সমাধানের জন্য এই সংস্থার প্রস্তুতির কথা ঘোষণা করেন। এ প্রসঙ্গে রাফায়েল গ্রোসি আরো  বলেন, ইরানি কর্মকর্তাদের সঙ্গে তার অত্যন্ত গঠনমূলক ও ইতিবাচক আলোচনা হয়েছে। এর ফলে ভবিষ্যতে তার সংস্থার সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী হওয়ার পথ সুগম হয়েছে। আইএইএ’র মহাপরিচালক একথা স্বীকার করেন যে, জনগণের জীবনমান উন্নয়নের জন্য পারমাণবিক জ্বালানী ব্যবহারের বিকল্প নেই।

ইরানে গ্রোসির ইতিবাচক সফর এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তেহরানের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচির বিষয়ে বিশ্ব সমাজকে স্পষ্ট করার ক্ষেত্রে তেহরানের সদিচ্ছার একটি লক্ষণ অন্যদিকে পশ্চিমা দেশগুলো বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার ইউরোপীয় মিত্রদের ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি বিষয়ে প্রপাগাণ্ডা এবং পক্ষপাতমূলক দাবিকে মিথ্যা প্রতিপন্ন করার একটি পদক্ষেপ  বলে মনে করা হয়।

গ্রোসির তেহরানে ২ দিনের সফর শেষে এবং ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে বৈঠক ও আলোচনা শেষে ইরানের পরমাণু শক্তি সংস্থা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা দুই পক্ষের সহযোগিতার বিষয়ে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। এই বিবৃতিতে উল্লেখ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির মধ্যে একটি হল যে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা এবং ইরানের মধ্যে পারস্পরিক সহযোগিতার মনোভাব। এরফলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার ও স্বার্থ পুরোপুরি সুরক্ষিত হবে বলে মনে করা হচ্ছে। 

আইএইএ’র পরিদর্শকরা ইরানের একটি পরমাণু স্থাপনায় শতকরা ৮৪ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের কণা খুঁজে পেয়েছেন বলে পশ্চিমা গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর তেহরান সফরে এলেন গ্রোসি। তেহরান ওই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে।#

পার্সটুডে/ বাবুল আখতার/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।