নতুন পররাষ্ট্রনীতি ঘোষণা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
https://parstoday.ir/bn/news/world-i121374-নতুন_পররাষ্ট্রনীতি_ঘোষণা_করলেন_রাশিয়ার_প্রেসিডেন্ট_পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন। রুশ গণমাধ্যমে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন। 
(last modified 2025-09-11T14:06:22+00:00 )
এপ্রিল ০১, ২০২৩ ১৮:২০ Asia/Dhaka
  • ভ্লাদিমির পুতিন
    ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা হাইব্রিড যুদ্ধ মোকাবেলার জন্য তার দেশের নতুন পররাষ্ট্রনীতি অনুমোদন করেছেন। রুশ গণমাধ্যমে জানিয়েছে, ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা শক্তিগুলো রাশিয়াকে খাটো করার যে প্রচেষ্টা চালাচ্ছে সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিয়ে পুতিন নতুন এই পররাষ্ট্রনীতি অনুমোদন করেন। 

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, আন্তর্জাতিক অঙ্গনে বড় রকমের পরিবর্তনের ফলে রাশিয়ার পররাষ্ট্রনীতিতে মৌলিক পরিবর্তন আনা হচ্ছে। নতুন পররাষ্ট্রনীতি সম্পর্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, রাশিয়ার দৃষ্টিভঙ্গি হচ্ছে, পশ্চিমা শক্তিকে রাশিয়া বাস্তব হুমকি মনে করে।

এর আগে রাশিয়া ২০১৬ সালে পররাষ্ট্র নীতি ঘোষণা করেছিল। সে সময় সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, আন্তর্জাতিক সহযোগিতা জোরদার, বৈশ্বিক অঙ্গনে রাশিয়ার উপস্থিতি এবং রুশ জাতির সার্বভৌমত্ব রক্ষা করা ছিল রাশিয়ার পররাষ্ট্রনীতির প্রধান লক্ষ্য।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১