ইউক্রেনের জন্য আমেরিকার আরো ২৬০ কোটি ডলারের অস্ত্র সহায়তা ঘোষণা
https://parstoday.ir/bn/news/world-i121530-ইউক্রেনের_জন্য_আমেরিকার_আরো_২৬০_কোটি_ডলারের_অস্ত্র_সহায়তা_ঘোষণা
মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরো ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
এপ্রিল ০৫, ২০২৩ ০৯:৩৬ Asia/Dhaka
  • ইউক্রেনকে আমেরিকার অস্ত্র সহায়তা
    ইউক্রেনকে আমেরিকার অস্ত্র সহায়তা

মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের জন্য আরো ২৬০ কোটি ডলার মূল্যের সামরিক সহযোগিতার কথা ঘোষণা করেছে। এর প্রতিক্রিয়ায় রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এ ধরনের সহযোগিতার ফলে ইউক্রেন যুদ্ধ কেবল দীর্ঘায়িত হবে।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন ওই সহযোগিতা প্যাকেজ ঘোষণা করে বলেছে, ইউক্রেনকে যেসব সমরাস্ত্র দেয়া হবে সেগুলোর মধ্যে রয়েছে তিনটি গোয়েন্দা রাডার, ট্যাংক বিধ্বংসী রকেট ও জ্বালানী ট্র্যাক।

এই নিয়ে ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত কিয়েভকে ৩,৫২০ কোটি ডলারের সামরিক সহায়তা দিল। ইউক্রেনকে ন্যাটো জোটে যোগ দিতে বাধা দেয়া এবং দেশটির পূর্বাঞ্চলীয় লুহানস্ক ও দোনেস্ক অঞ্চলের রুশভাষি নাগরিকদের রক্ষা করার ঘোষণা  দিয়ে ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

ইউক্রেনকে রাশিয়ার সর্বশেষ সামরিক সহযোগিতা দেয়ার ঘোষণায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটনস্থ রুশ দূতাবাস। দূতাবাসটি গতকালই (মঙ্গলবার) বলেছে, এই সহযোগিতার ফলে যুদ্ধ প্রলম্বিত হবে এবং আরো বেশি বেসামরিক নাগরিকের জীবন বিপন্ন হবে। রুশ দূতাবাস ইউক্রেন সংঘাত থেকে নিজেকে সরিয়ে নেয়ার জন্যও আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/এনএম/৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।