দোষী অ্যান্ডারসনকে ২২০০ বছরের কারাদণ্ড দিল আদালত
(last modified Tue, 27 Jun 2023 12:22:30 GMT )
জুন ২৭, ২০২৩ ১৮:২২ Asia/Dhaka
  • দোষী অ্যান্ডারসনকে ২২০০ বছরের কারাদণ্ড দিল আদালত

আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের একটি নাইট ক্লাবে গণ-গুলিবর্ষণের ফলে ৫ জন নিহত হওয়ার ঘটনায় দোষী সাব্যস্ত অ্যান্ডারসন লি অলড্রিচকে দুই হাজার ২০৮ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

গতকাল (সোমবার) ২৩ বছর বয়সী অ্যান্ডারসনের বিরুদ্ধে আদালত এই আদেশ দেয়। গত নভেম্বরে কলোরাডোর ক্লাব কিউ-তে এই হত্যাকাণ্ড চালায় অ্যান্ডারসন। গুলিবর্ষণের ঘটনায় পাঁচজন নিহতের পাশাপাশি অন্তত দুই ডজন মানুষ আহত হয়।
অ্যান্ডারসনের বিরুদ্ধে পাঁচটি ফার্স্ট ডিগ্রি মার্ডারের অভিযোগ এবং ৪৬টি হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হয়েছে।
কলরাডোর জুডিশিয়াল ডিস্ট্রিক্টের অ্যাটর্নি মাইকেল অ্যালেন সাংবাদিকদের বলেন, "আমার জানা মতে এই আদালতে এ পর্যন্ত যত সাজা শাস্তির রায় ঘোষণা করা হয়েছে তার মধ্যে এটি দীর্ঘমেয়াদী সাজার রায়।"

গত বছরের ১৯ নভেম্বর অ্যান্ডারসন একটি বডি-আর্মর পরে সমকামীদের এই নাইট ক্লাবে রাইফেল ও হ্যান্ডগান নিয়ে হামলা চালায়। পরে পুলিশের তৎপরতায় আন্ডারসন হত্যাকাণ্ড থামায়।

ডিস্ট্রিক্ট আদালতে এই রায় হলেও অ্যান্ডারসনের বিরুদ্ধে ফেডারেল তদন্ত চলছে। তাতে দোষী সাব্যস্ত হলে সেখানেও বড় শাস্তি মুখে পড়বে বলে ধারণা করা হচ্ছে।#
পার্সটুডে/এসআইবি/২৭