গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/world-i132666-গাজায়_অনতিবিলম্বে_যুদ্ধ_বিরতির_আহ্বান_জানালেন_রুশ_পররাষ্ট্রমন্ত্রী
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্যেই ল্যাভরভ অনতিবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইসরাইলের হত্যাকাণ্ডকে সম্মিলিত শাস্তি উল্লেখ করে ল্যাভরভ বলেন, এটা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ২৮, ২০২৩ ১৭:২১ Asia/Dhaka
  •  গাজায় অনতিবিলম্বে যুদ্ধ বিরতির আহ্বান জানালেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সেগ্যেই ল্যাভরভ অনতিবিলম্বে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি বাহিনীর বর্বর আগ্রাসন ও গণহত্যা বন্ধের দাবি জানিয়েছেন। গাজা উপত্যকার সাধারণ মানুষের ওপর ইসরাইলের হত্যাকাণ্ডকে সম্মিলিত শাস্তি উল্লেখ করে ল্যাভরভ বলেন, এটা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

রাশিয়ার বার্তা সংস্থায় তাসকে দেয়া সাক্ষাৎকারে রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বে সহিংসতার দুষ্টু চক্র ভাঙতে হবে এবং তার মতে গাজা ও মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা প্রতিষ্ঠায় এটিই একমাত্র পথ।

ল্যাভরভ আবারো বলেন, দীর্ঘদিন ধরে আমেরিকা যে ব্যর্থ ও ভুলনীতি অনুসরণ করে আসছে তার ফলাফল হচ্ছে মধ্যপ্রাচ্যের চলমান এই সংঘাত। তিনি অভিযোগ করেন মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের ক্ষেত্রে আমেরিকা একচেটিয়া প্রভাব বিস্তার করে রেখেছে এবং আমেরিকার ‘পেছন দরজার এই কূটনীতি’ সম্পর্কে বিশ্ববাসীকে বোঝার চেষ্টা করতে হবে।

তিনি বলেন, শান্তি এবং স্থিতিশীলতার জন্য এককেন্দ্রিক বিশ্ব নয় বরং বহু পক্ষপাক্ষিক বিশ্ব ব্যবস্থা দরকার। বিশ্বব্যাপী গোলযোগ ও সহিংসতা ছড়িয়ে দেয়ার জন্য তিনি মার্কিন নেতৃত্বাধীন পাশ্চাত্যকে দায়ী করেন।#

পার্সটুডে/এসআইবি/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।