জানুয়ারি ১৮, ২০২৪ ১৬:১৭ Asia/Dhaka
  • মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন
    মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার প্রশ্নে প্রেসিডেন্ট জো বাইডেনকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। তিনি গতকাল (বুধবার) এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা করেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার পরিবর্তে আমেরিকার সীমান্ত সুরক্ষিত করার জন্য চাপ অব্যাহত রাখবেন। 

ইউক্রেনকে অর্থ সহায়তা দেয়ার বিষয়ে এক মাসের দীর্ঘ যে অচলাবস্থা দেখা দিয়েছে তা ভাঙার জন্য হাউজ স্পিকার জনসন এবং কংগ্রেসের অন্য নেতাদের হোয়াইট হাউজে ডেকে পাঠান। গতকাল বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জনসন। 

রিপাবলিকানরা এর আগে বাইডেনের ১০ হাজার কোটি ডলারের বেশি বাজেটের অনুরোধ আটকে দিয়েছেল যার মধ্যে প্রায় ছয় হাজার একশ কোটি ডলার ইউক্রেনকে সহায়তা দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু রিপাবলিকান কংগ্রেসম্যানরা এর বিরোধিতা করে বলছেন, ইউক্রেনকে সহায়তা দেয়ার চেয়ে নিজেদের সীমান্ত সুরক্ষিত করা জরুরি। তারা আরো বলেছেন, ইউক্রেনে আমেরিকার দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো কী সে সম্পর্কে বাইডেন প্রশাসনের কাছ থেকে সুস্পষ্ট জবাব পাওয়া দরকার। এছাড়া, ইউক্রেনকে যেসব অর্থ সহায়তা দেয়া হচ্ছে তার সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করার ওপরও জোর দিচ্ছেন রিপাবলিকানরা।#

পার্সটুডে/এসআইবি/এমএআর/১৮

 

 

 

ট্যাগ