বাইডেন, ট্রাম্প আমেরিকার পুঁজিপতিদের প্রতিনিধি, জনগণের নয়
https://parstoday.ir/bn/news/world-i139376-বাইডেন_ট্রাম্প_আমেরিকার_পুঁজিপতিদের_প্রতিনিধি_জনগণের_নয়
পার্সটুডে-আমেরিকার অর্ধেকেরও বেশি জনগণ বিশ্বাস করে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প সেদেশের প্রেসিডেন্ট হবার জন্য প্রয়োজনীয় গুণাবলী সম্পন্ন নন। গ্যালাপ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে রফলাফল সেরকমই নির্দেশ করে।
(last modified 2025-07-29T13:26:20+00:00 )
জুলাই ০৭, ২০২৪ ১৭:০৫ Asia/Dhaka
  • বাইডেন, ট্রাম্প আমেরিকার পুঁজিপতিদের প্রতিনিধি, জনগণের নয়

পার্সটুডে-আমেরিকার অর্ধেকেরও বেশি জনগণ বিশ্বাস করে জো বাইডেন এবং ডোনাল্ড ট্রাম্প সেদেশের প্রেসিডেন্ট হবার জন্য প্রয়োজনীয় গুণাবলী সম্পন্ন নন। গ্যালাপ ইনস্টিটিউটের সাম্প্রতিক এক জরিপে রফলাফল সেরকমই নির্দেশ করে।

৫ নভেম্বর, ২০২৪এ অনুষ্ঠেয় আমেরিকার ৬০ তম প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে পোলিং এজেন্সিগুলি সেদেশের নাগরিকদের মতামত তদন্ত করে দেখছে। পার্সটুডে আরও জানিয়েছে, গ্যালাপ ইনস্টিটিউটের জরিপের ফলাফল অনুসারে সমীক্ষায় অংশগ্রহণকারীদের শতকরা ৬২ ভাগ প্রাপ্তবয়স্ক নাগরিক বিশ্বাস করেন, বাইডেনের প্রেসিডেন্ট হওয়ার জন্য যথাযথ গুণাবলি নেই এবং ৫৩ ভাগ মনে করে ট্রাম্পেরও যোগ্য ব্যক্তিত্বের অভাব রয়েছে।

জরিপ অনুযায়ী যারা বিশ্বাস করেন ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় চারিত্রিক গুণাবলী রয়েছে তাদের শতকরা ৮৭ ভাগ রিপাবলিকান, ৪৩ ভাগ নিরপেক্ষ এবং ১০ ভাগ ডেমোক্র্যাট।

অপরদিকে, বাইডেনকে যারা যোগ্য বলে মনে করেন তাদের শতকরা ৮১ ভাগ  ডেমোক্র্যাট, ৩৫ ভাগ নিরপেক্ষ এবং ৪ ভাগ রিপাবলিকান। আমেরিকার বেশিরভাগ জনগণ এই দু'জনকেই সেদেশের পুঁজিপতি এবং যুদ্ধবাজদের প্রতিনিধি বলে মনে করে, আমেরিকার জনগণের প্রতিনিধি বলে মনে করে না।

সাধারণভাবে, আমেরিকার জনগণ প্রেসিডেন্ট নির্বাচনের ২ প্রার্থীর কাউকেই উপযুক্ত বা পছন্দসই মনে করে না।#

পার্সটুডে/এনএম /৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে  লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।