আমেরিকার চাপে গ্রেপ্তার হলেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা
পার্সটুডে-ইউএস সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি সিআইএ'র একজন প্রাক্তন বিশ্লেষক বলেছেন: পশ্চিমারা একটি লক্ষ্যে সোশ্যাল নেটওয়ার্ক টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাভেল দুরভকে গ্রেপ্তার করেছে।
শনিবার প্যারিসের উত্তরে অবস্থিত লা বুরজে বিমানবন্দর থেকে রুশ বংশোদ্ভূত ৩৯ বছর বয়সী দুরভকে গ্রেফতার করা হয়।
পাভেলের বিরুদ্ধে মূল অভিযোগ, টেলিগ্রামের মাধ্যমে অপরাধমূলক কার্যক্রম ঠেকাতে যথেষ্ঠ উদ্যোগ নিচ্ছেন না তিনি। এ ছাড়া, এই অ্যাপের কার্যক্রমে নজর রাখার জন্য যথেষ্ঠ মডারেটর নিয়োগ দেননি, এমন অভিযোগও রয়েছে। টেলিগ্রামের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেলকে গ্রেপ্তারের পর মস্কো থেকে তার অধিকার রক্ষা করার দাবি জানিয়ে হুশিয়ারি দেওয়া হয়।
এ ছাড়া, এক্সের সত্ত্বাধিকারী ইলন মাস্কও এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, ইউরোপে বাকস্বাধীনতা আক্রান্ত হয়েছে। তবে বিষয়টি নিয়ে টেলিগ্রাম অ্যাপ কিংবা ফরাসি পুলিশ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করে নি।#
পার্সটুডে/এনএম/২৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।