প্যারিস: যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষে অবস্থান নেয়ার অধিকার রাখে না!
https://parstoday.ir/bn/news/world-i148844-প্যারিস_যেখানে_পুতুলও_ফিলিস্তিনি_শিশুদের_পক্ষে_অবস্থান_নেয়ার_অধিকার_রাখে_না!
পার্সটুডে- ফ্রান্স সরকার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ মিছিলে পুতুল ও লাল রঙ প্রদর্শন নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনের সমর্থনে মিছিলের আয়োজনকারীদেরকে সরকার এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে।
(last modified 2025-09-21T15:53:49+00:00 )
এপ্রিল ২৮, ২০২৫ ২২:২২ Asia/Dhaka
  • প্যারিস: যেখানে পুতুলও ফিলিস্তিনি শিশুদের পক্ষে অবস্থান নেয়ার অধিকার রাখে না!

পার্সটুডে- ফ্রান্স সরকার ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ মিছিলে পুতুল ও লাল রঙ প্রদর্শন নিষিদ্ধ করেছে। ফিলিস্তিনের সমর্থনে মিছিলের আয়োজনকারীদেরকে সরকার এই নিষেধাজ্ঞার কথা জানিয়ে দিয়েছে।

ফ্রান্সে গাজার সমর্থনে বিক্ষোভকারীরা এখন থেকে লাল রঙ এবং ফিলিস্তিনি শিশুদের প্রতিনিধিত্বকারী পুতুল প্রদর্শন করতে পারবে না। গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে প্রকাশ্যে গণহত্যা চালিয়ে আসছে দখলদার ইসরাইল।

পার্সটুডের তথ্য বলছে, চলতি সপ্তাহে প্যারিসে গাজার সমর্থনে অনুষ্ঠিত মিছিলে আগের সপ্তাহের তুলনায় পুলিশের উপস্থিতি বেশি ছিল এবং পুতুল, লাল রঙ ও ফিলিস্তিনের ঐতিহ্যবাহী পোশাক সেখানে নিষিদ্ধ ছিল।

এ প্রসঙ্গে ইউরোপ-প্যালেস্টাইন ইনস্টিটিউটের পরিচালক অলিভিয়া জেমোর বলেছেন, "ফরাসি সরকার আমাদের জানিয়েছে ফিলিস্তিনি মা, শিশু এবং বন্দীদের অবস্থা তুলে ধরা যাবে না। তারা বলেছে- মায়ের কোলে মারা যাওয়া শিশুদের কথা বলাটা বিরক্তিকর এবং মর্মান্তিক।

ফিলিস্তিনিপন্থী একজন বিক্ষোভকারী ফরাসি সরকারের এ ধরণের দ্বিমুখী আচরণে দুঃখ প্রকাশ করে বলেছেন, সরকারের কাছে এ ধরণের প্রতিবাদকে মর্মান্তিক মনে হলেও গাজায় শিশুদের গণহত্যাকে মর্মান্তিক মনে হচ্ছে না।

প্রতি সপ্তাহে ফ্রান্সের রাজধানী প্যারিসের একেক মহল্লায় গাজার সমর্থনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, ২০২৩ সালের অক্টোবরে গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরাইলি বাহিনীর হামলায় অন্তত ৫১ হাজার ৩০৫ জন ফিলিস্তিনি শহীদ হয়েছে। আহত হয়েছে অন্তত এক লাখ ১৭ হাজার ৯৬ জন।#

পার্সটুডে/এসএ/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।