ইসরাইলের সঙ্গে সম্পর্ক কমানোর বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের জরুরি বৈঠক
(last modified Wed, 21 May 2025 13:23:13 GMT )
মে ২১, ২০২৫ ১৯:২৩ Asia/Dhaka
  • কায়া কাল্লাস
    কায়া কাল্লাস

পার্সটুডে: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান জানিয়েছেন, ব্রাসেলসে অনুষ্ঠেয় পররাষ্ট্রমন্ত্রীদের জরুরি বৈঠকে ইইউ ও ইসরাইলের মধ্যে সম্পর্ক কমানোর বিষয়টি পর্যালোচনা করা হবে।

পার্সটুডের প্রতিবেদনে বলা হয়েছে, ইইউ'র পররাষ্ট্র ও নিরাপত্তানীতি বিষয়ক প্রধান 'কায়া কাল্লাস' ব্রাসেলসে ইউরোপীয় পররাষ্ট্র পরিষদের বৈঠকে যোগদানের আগে সাংবাদিকদের বলেন, "নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ইসরাইলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তির দুই নম্বর ধারা পুনর্বিবেচনার প্রস্তাব দিয়েছেন। এই বিষয়টি মঙ্গলবারের ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আলোচিত হবে।"

গাজায় মানবিক সংকটের অবনতির কথা উল্লেখ করে কাল্লাস বলেন, "গাজায় অবিলম্বে মানবিক সাহায্য পৌঁছানো উচিত। ইসরাইল যে অল্প পরিমাণ সহায়তা প্রবেশ করতে দিচ্ছে তা নিপীড়িত ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের চাহিদার তুলনায় সামান্য এক ফোঁটা মাত্র। "

ইইউ'র এই নেতা 'ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করার' জন্য তেল আবিবের সমালোচনা করেন, যদিও ইইউ আন্তর্জাতিক ফোরামে ইসরাইলের অন্যতম প্রধান সমর্থক।

সিরিয়ার ওপর থেকে কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার
কাল্লাস আরও উল্লেখ করেন, "ইইউ সিরিয়ার বিরুদ্ধে কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বিবেচনা করছে। সিরিয়া সরকারের নীতিগত অবস্থান নিয়ে উদ্বেগ থাকলেও, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া অন্য কোনো বিকল্প নেই।"

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সম্পর্কে কাল্লাস বলেন, "কিয়েভ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। তাই যুদ্ধ শেষ করতে রাশিয়ার ওপর আরও চাপ প্রয়োগ করা প্রয়োজন।"#

পার্সটুডে/এমএআর/২১