আমেরিকা বিশ্বাসযোগ্য নয়: আরাকচি/ ভেনেজুয়েলায় মার্কিন বিরোধী বিক্ষোভ
-
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
পার্সটুডে-ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেছেন, আমরা আমেরিকাকে সৎ আলোচক হিসেবে কখনোই বিশ্বাস করিনি।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী শনিবার সন্ধ্যায় আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আমরা যুদ্ধ চাই না, আমরা কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান করতে চাই।
পার্সটুডে জানিয়েছে, তিনি আরও বলেছেন, আমরা আমেরিকাকে একজন সৎ আলোচক হিসেবে কখনোই বিশ্বাস করিনি। আমেরিকা কোনও বিষয়েই সৎ ছিল না এবং আমার মতে, কেউ আমেরিকাকে বিশ্বাস করতে পারে না।
ইহুদিবাদী ইসরায়েলের আবার ইরানে আক্রমণের আশঙ্কা সম্পর্কে এক প্রশ্নের জবাবে আরাকচি আরও বলেন, আমরা অনেক কিছু শুনি যে ইসরায়েল আবার আক্রমণ করতে পারে। মনস্তাত্ত্বিক যুদ্ধ প্রকৃত যুদ্ধের অংশ এবং এর অর্থ অবশ্যই এই নয় যে, আমরা যুদ্ধের আশঙ্কা উপেক্ষা করছি। আমরা সম্পূর্ণরূপে প্রস্তুত; আমাদের সশস্ত্র বাহিনী এবং আমাদের জনগণ যেকোনো পরিস্থিতিতে দেশকে রক্ষা করতে প্রস্তুত।
স্লোভাকিয়া রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের আহ্বান জানিয়েছে
স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন, তার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় যত তাড়াতাড়ি সম্ভব মস্কোর সাথে যৌথ অর্থনৈতিক কমিশনের কার্যক্রম পুনরায় শুরু করতে চায়। তিনি জোর দিয়ে বলেন, আমরা সবসময় রাশিয়ার সাথে সম্পর্ক পুনরুদ্ধারকে সমর্থন করেছি এবং তা অব্যাহত রাখব। তিনি আরও বলেন, ইউক্রেনের যুদ্ধ শেষ হওয়ার সাথে সাথে সমস্ত পশ্চিমা দেশ রাশিয়ার সাথে সম্পর্ক পুনঃস্থাপনের জন্য তাড়াহুড়ো করবে।
ইউক্রেন যুদ্ধে ১০,০০০ অ-ইউক্রেন সৈন্য নিহত
ইউক্রেনের নিরাপত্তা বিভাগের সাবেক কর্মকর্তা ভ্যাসিলি প্রোজোরভ, তাস (TASS) সংবাদ সংস্থার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, ইউক্রেনে একাধিক বিদেশী ইউনিট রয়েছে। ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত একটি বিদেশী ইউনিট এবং স্থল বাহিনীরও একটি বিদেশী ইউনিট রয়েছে। তারা যান্ত্রিক এবং বিমান হামলা ইউনিটসহ বিভিন্ন ইউনিটে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাদের সংখ্যা অনেক। তবে অনুমান করা হয় যে তাদের মধ্যে ১০,০০০ জন নিহত হয়েছে। এ সম্পর্কিত প্রতিবেদনগুলোতে ইউক্রেনের সশস্ত্র বাহিনীতে ন্যাটো সদস্য রাষ্ট্র, সোভিয়েত ইউনিয়নের বিচ্ছিন্ন অঞ্চল এমনকি আরব দেশগুলির বাহিনীর ব্যাপক উপস্থিতি কথা উল্লেখ করেছে।
আমি প্রতিরোধের নারীদের জন্য গর্বিত: হিজবুল্লাহর মহাসচিব
প্রতিরোধের অক্ষ থেকেও নানান খবর পাওয়া যাচ্ছে। লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম বলেছেন, আমাদের সমাজে প্রতিরোধের সকল নারীর জন্য আমি গর্বিত। বৈরুতের দক্ষিণ উপকণ্ঠে হিজবুল্লাহ'র মহিলা ইউনিটের ফাতেমিদ সমাবেশে এক বক্তৃতায় নবী কন্যা হযরত ফাতিমা যাহরা (সা.) কে বিশ্বের নারীদের জন্য একজন আদর্শ হিসেবে বিবেচনা করেন। তিনি বলেন, প্রতিরোধের নারী, কন্যা, মা, স্ত্রী এবং আমাদের সমাজে বসবাসকারী সকল নারীর জন্য আমি গর্বিত। আপনারা সম্মান, নৈতিকতা, দেশপ্রেমের আদর্শ ধারক এবং ভবিষ্যত প্রজন্মকে সঠিক পথে শিক্ষিত করার ক্ষেত্রে অগ্রণী। নারীদের সকল ক্ষেত্রেই, বিশেষ করে পরিবার গঠন এবং প্রতিরোধকে সমর্থন করার ক্ষেত্রে, শ্রেষ্ঠত্ব অর্জন করতে হবে।
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে ভেনেজুয়েলায় দেশব্যাপী বিক্ষোভ
ক্যারিবীয় অঞ্চলে মার্কিন হস্তক্ষেপের নিন্দা জানাতে শনিবার হাজার হাজার ভেনেজুয়েলাবাসী দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ করেছে। ওয়াশিংটন এবং কারাকাসের মধ্যে অব্যাহত সংকটের প্রতিবাদ জানাতে তারা এ বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা রাস্তায় নেমে মার্কিন নীতি ও পদক্ষেপের বিরুদ্ধে স্লোগান দিয়েছে। বিক্ষোভকারীরা বলেছে, মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের বিষয়টিও ভেনেজুয়েলার জাতীয় সার্বভৌমত্বের জন্য হুমকিস্বরুপ।#
পার্সটুডে/জিএআর/১৪