দুধের শিশুদের মহাসমাবেশ; শোকার্তদের কান্নার রোল
https://parstoday.ir/bn/news/world-i22216-দুধের_শিশুদের_মহাসমাবেশ_শোকার্তদের_কান্নার_রোল
আজ ইরানসহ বিশ্বের অন্তত ৪০ টি দেশে হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শিশু সমাবেশে লাখ লাখ দুধের শিশু অংশ নেয়। খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় ইমাম হুসাইন (আ)’র ছয় মাসের শিশু পুত্র হযরত আলী আসগর (আ)’র শাহাদতের স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশেষ শিশু সমাবেশ।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
অক্টোবর ০৭, ২০১৬ ১৫:১১ Asia/Dhaka
  • দুধের শিশুদের মহাসমাবেশ; শোকার্তদের কান্নার রোল

আজ ইরানসহ বিশ্বের অন্তত ৪০ টি দেশে হুসাইনি শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত শিশু সমাবেশে লাখ লাখ দুধের শিশু অংশ নেয়। খোদাদ্রোহী ইয়াজিদ বাহিনীর হাতে কারবালায় ইমাম হুসাইন (আ)’র ছয় মাসের শিশু পুত্র হযরত আলী আসগর (আ)’র শাহাদতের স্মরণে প্রতি বছর অনুষ্ঠিত হয় এই বিশেষ শিশু সমাবেশ।

আলী আসগর (আ) বিশ্ব-সংস্থার সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর মহররম মাসের প্রথম শুক্রবার অনুষ্ঠিত হয় এই শিশু মহাসমাবেশ।

মায়েদের উপস্থিতিতে এই সমাবেশে হযরত আলী আসগরের হৃদয়-বিদারক শাহাদতকে স্মরণ করা হয়। এ সমাবেশে দুধের শিশুদের উপস্থিতি ছিল লক্ষণীয়। শূন্য ও রক্তমাখা দোলনা দুলিয়ে শোকার্ত মায়েরা তাদের শিশুকে কোলে নিয়ে এই শোকানুষ্ঠানে অংশ নেন। ফলে সৃষ্টি হয় হৃদয়-বিদারী শোকের পরিবেশ। অনেকে চিৎকার দিয়ে কাঁদতে থাকেন।

৬৮০ খ্রিস্টাব্দে বা ৬১ হিজরির দশই মহররম ইমাম হুসাইন (আ) পিপাসায় কাতর তাঁর ওই শিশুর জন্য পানি চাইলে ইয়াজিদ বাহিনীর হারমালা নামের এক সেনা তিন শাখাবিশিষ্ট একটি তির ইমামের এই শিশুর গলায় নিক্ষেপ করে। ফলে সঙ্গে সঙ্গে প্রাণ হারায় ওই কচি শিশু।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/৭